Awas Yoyona Refund Money: ফেরত দিতে হবে আবাস যোজনার সব টাকা, না দিলেই বিপদ! কড়া হুঁশিয়ারি রাজ্যের

Published : May 12, 2025, 06:00 PM IST

Awas Yoyona: আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্র। দীর্ঘদি ধরে এই অভিযোগ উঠে আসছিল। এবার আবাসের টাকা নিয়ে বড় নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানুন বিশদে…

PREV
16
আবাস যোজনায় বাড়ি নিয়ে বড় ঘোষণা

এতদিন ধরে কেন্দ্রের বিরুদ্ধে আবাস যোজনার টাকা আটকে রাখার অভিযোগ উঠেছিল। সম্প্রতি সেই টাকা রাজ্যের কোষাগার থেকে দেওয়ার কথা জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। প্রথম দফায় ৬০ হাজার টাকা করে দেওয়া হয়ে গিয়েছিল উপভোক্তাদের অ্যাকাউন্টে। এবার সেই টাকা নিয়ে বড় নির্দেশ দিলো নবান্ন।। 

26
আবাসের টাকা ফেরানোর নির্দেশ

যাদের অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকেছে সেই সমস্ত গ্রাহকদের টাকা ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে ব্লক  প্রশাসনের তরফে। ইতিমধ্যে শান্তিপুর ব্লক প্রশাসন দুজনের কাছ থেকে টাকা ফেরত নিয়েছে। তবে বাকি পাঁটজনের কাছ থেকে সম্ভব হয়নি টাকা উদ্ধার করা। 

36
হঠাৎ কেন টাকা ফেরতের নির্দেশ?

সরকারি সূত্রে খবর, নিজেদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও অনেকেই আবাস যোজনায় আবার ঘর নিচ্ছেন। এই বিষয়ে ব্লক প্রশাসনের কাছে মোট ৪টি অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগ পাওয়ার পরই টাকা ফেরত নিতে পদক্ষেপ গ্রহন করা হয়। 

46
আবাসে ভুয়ো উপভোক্তা

আবাস যোজনায় এবার ভুয়ো  উপভোক্তা ধরা পড়ল। জানা গিয়েছে, শান্তিপুর ব্লক প্রথম পর্বে ৪০২৩ জনের নম আবাসের জন্য  নথিভুক্ত করেছিল। পরে দেখা যায় ওই তালিকায় ১২২ জন  উপভোক্তা ভুয়ো। পরে তালিকা থেকে নাম বাদ যায় তাদের। 

56
প্রথম কিস্তির টাকা ফেরতের নির্দেশ

আবাস যোজনায় ভুয়ো উপভোক্তা ধরার পরই তাদের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। টাকা ফেরতের জন্য দ্রুত ব্যাঙ্ক কর্তৃুপক্ষের সঙ্গে কথা বলারও নির্দেশ দেওয়া হয়েছে। 

66
ভুয়ো উপভোক্তাদের অ্যাকাউন্ট ফ্রিজ

ভুয়ো উপভোক্তারা যাতে কোনও ভাবেই আর ব্যাঙ্ক থেকে আবাস যোজনার টাকা না তুলতে পারেন তার জন্য ব্যাঙ্কগুলিকে ভুয়ো উপভোক্তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সরেজমিনে তদন্ত করেই এই ভুয়ো উপভোক্তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে  বলে জানা গিয়েছে। 

Read more Photos on
click me!

Recommended Stories