Dhupguri News: রাজ্যে ফের এসআইআর আতঙ্কের বলি। ধূপগুড়িতে এসআইআর শুনানির আগে আত্মহত্যা যুবকের। কী কারণে আত্মহত্য? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Dhupguri News: এসআইআর আতঙ্কে আত্মহত্যা ধুপগুড়িতে। হেয়ারিং-এর আগেই চরম পথ বেছে নিলেন যুবক, ধূপগুড়িতে চাঞ্চল্য। সূত্রের খবর, শুক্রবার এসআইআর (SIR) শুনানির নির্ধারিত দিনে উদ্ধার হলো এক যুবকের ঝুলন্ত মৃতদেহ। ধূপগুড়ি ব্লকের কুর্শামারি এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম রামপ্রসাদ মন্ডল (৩৮)। পরিবারের দাবি, এসআইআর-এর নোটিশ পাওয়ার পর থেকেই চরম আতঙ্কে ছিলেন তিনি।

পরিবার সূত্রে খবর, রামপ্রসাদ কর্মসূত্রে জলপাইগুড়িতে বাড়ি করে থাকলেও তাঁর আদি বাড়ি কুর্শামারিতে। সেখানেই তাঁর নামে এসআইআর-এর নোটিশ আসে। শুনানির জন্য প্রয়োজনীয় স্কুল সার্টিফিকেট ও অন্যান্য নথিপত্র সংগ্রহ করেছিলেন তিনি। কিন্তু নথিতে সমস্যার সমাধান হবে কি না, তা নিয়ে মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। মৃতের দাদা শ্যামল মন্ডল জানান, শুনানিতে যাওয়ার আগেই আতঙ্কে মুষড়ে পড়েছিলেন রামপ্রসাদ।

ঠিক কী ঘটেছে?

শুক্রবার বাড়ির কাছেই একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ডাউকিমারী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, শনিবার ময়নাতদন্তের জন্য দেহটি জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনই কিছু মন্তব্য করতে নারাজ প্রশাসন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে, পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে উত্তেজনা। ঝাড়খন্ডে মৃত ফেরিওয়ালার দেহ নিয়ে মুর্শিদাবাদে জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসীরা। বেলডাঙার এক ফেরিওয়ালাকে ঝাড়খন্ডে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে পরিবারের লোকজন। মৃতের নাম, আলাই শেখ (৩০)। তাঁর বাড়ি বেলডাঙার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতে। বৃহস্পতিবার বিহারে ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। 

পরিবারের দাবি, বাংলার শ্রমিক হওয়ার কারণেই মেরে ঝুলিয়ে দিয়েছে আলাইকে। প্রতিবাদে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা। কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার প্রধান এই সড়কে গাড়ির যানজট শুরু হয়েছে। এর পাশাপাশি বেলডাঙা স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। বন্ধ আছে লালগোলা শিয়ালদহ শাখা ট্রেন চলাচল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।