Modi in Bengal: ভোটের দামামা বাজতেই বাংলায় বিজেপির তৎপরতা, একসঙ্গে বাংলায় আসতে পারেন মোদী, অমিত শাহ

গেরুয়া শিবিরের ভোটকৌশলে দ্বিগুণ শক্তি জোগাতে একযোগে বাংলায় আসতে পারেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। 

লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হতেই শাসক -বিরোধী, উভয় পক্ষের কর্মসূচি শুরু হয়ে গেছে জোরালোভাবে। বাংলাতেও এর অন্যথা নেই। শাসকদল তৃণমূলকে ধরাশায়ী করার উদ্দেশে সবরকম কৌশল খাটাতে প্রস্তুত রাজ্যের প্রধান বিরোধী দল, তথা কেন্দ্রীয় শাসকদল বিজেপি (BJP) । এই উদ্যোগে দ্বিগুণ শক্তি জোগাতে একযোগে বাংলায় আসতে পারেন নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং অমিত শাহ (Amit Shah) ।



সূত্রের খবর, উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam 2024) শেষ হলেই পশ্চিমবঙ্গে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে একাধিক কেন্দ্রীয় সরকারি প্রকল্পের উদ্বোধন করতে পারেন তিনি । বিজেপির হয়ে একাধিক জনসভা করারও পরিকল্পনা রয়েছে। 

-

সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024), সেজন্য শাসকদল তৃণমূলের (TMC) বিরুদ্ধে প্রবল শক্তি নিয়ে ভোটের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে চায় গেরুয়া শিবির। দলের প্রধান দলপতি নরেন্দ্র মোদী বাংলায় এলে পদ্ম শিবিরে ব্যাপকভাবে সাড়া পড়ে যাবে সমস্ত স্তরের কর্মী -সমর্থকদের মধ্যে। ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। 

-

তবে, শুধুমাত্র নরেন্দ্র মোদী নন, পদ্ম শিবিরের সেকেন্ড ইন কমান্ড তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও পশ্চিমবঙ্গে আসছে বিজেপির রণনীতি ঠিক করে দেওয়ার লক্ষ্যে। ২৯ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন অমিত শাহ (Amit Shah)। সূত্রের খবর, কলকাতা কৃষ্ণনগর সহ বিভিন্ন জায়গায় কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল