যাত্রা দেখে বাড়ি ফেরার পথে আদিবাসী নাবালিকাকে গণধর্ষনের অভিযোগ, বীরভূমে গ্রেফতার ৬

Published : Dec 17, 2025, 09:35 AM IST
Minor girl raped

সংক্ষিপ্ত

Birbhum Crime News: যাত্রাপালা দেখে বাড়ি ফেরার পথে নাবালিকার সঙ্গে ভয়ানক ঘটনা। বীরভূমে রাতের অন্ধকারে নাবালিকাকে হেনস্থার অভিযোগ উঠেছে স্থানীয় ছয় যুবকের বিরুদ্ধে। তারপর কী হয়েছে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Birbhum Crime News: যাত্রা দেখে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার ১৩ বছর বয়সী এক আদিবাসী নাবালিকা। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুরথানার শিবপুর গ্রামে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ছয় অভিযুক্তকে। ধৃতদের নাম সমাপ্ত কোনাই , অরিন্দম সৌরেন, শুভজিৎ ঘোষ, বনমালি ঘোষ , সুজিত ঘোষ ও অভিজিৎ ঘোষ ।

ঠিক কী ঘটনা ঘটেছে?

জানা গিয়েছে,  সোমবার রাতে বীরভূমের মল্লারপুর থানার বাগানপাড়ায় যাত্রানুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন নির্যাতিতা আদিবাসী নাবালিকা। সেই সময় মল্লারপুর থানার শিবপুর গ্রামের কাছে ঘাগা কাছে ওই নাবালিকাকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। 

এদিকে বিষয়টি জানাজানি হতেই তৎপর হয় মল্লারপুর থানার পুলিশ। রাতভর আভিযান চালিয়ে ছয় জনকে গ্রেফতার করে মল্লারপুর থানার পুলিশ। নির্যাতিতা নাবালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে। জানা গিয়েছে, ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হবে। তারপর পুলিশি হেফাজত চাওয়া হবে। 

অন্যদিকে, জেলায় জালনোট কারবারিদের মেরুদণ্ড গুঁড়িয়ে দিতে তৎপর মালদহ পুলিশ। নতুন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পরই গত ১০ দিনে বিপুল অঙ্কের জালনোট বাজেয়াপ্ত হয়েছে মালদহে। মঙ্গলবার কালিয়াচক থানার গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের অধীন ভারত - বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া খড়িবোনা এলাকা থেকে সাড়ে ১২ লক্ষ টাকা মূল্যের জাল ভারতীয় নোট বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুইজনকে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করতে চলেছে পুলিশ।

এদিন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘’নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিয়াচকের খড়িবোনা থেকে সেরাজুল শেখ (৩৪) এবং সিন্টু শেখ (২৪) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তল্লাশি করে ধৃত দুইজনের কাছ থেকে সাড়ে ১২ লক্ষ টাকা মূল্যের জালনোট বাজেয়াপ্ত করেছে পুলিশ। নোটগুলি সবই ৫০০ টাকার। ধৃতরা ওই জালনোট কোথায় সরবরাহ করত কিংবা কোথা থেকে ওই টাকা জোগার করেছিল তা জানতে দুইজনকে দীর্ঘ জেরা করা প্রয়োজন। তাই তাদের আদালতের মাধ্যমে হেফাজতে নেওয়া হবে।'' 

পুলিশ সুপার আরও বলেন, ‘’গত ১০ দিনে মালদহের বিভিন্ন এলাকা থেকে মোট ২৬ লক্ষ ৮৮ হাজার টাকা মূল্যের জাল নোট বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে মোট চারজনকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জালনোট পাচার চক্রের মূল পাণ্ডাদের নাগাল পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। পাচারকারীদের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন ভাবে ওই জালনোটগুলিকে বাজারে ছড়িয়ে দেওয়া। জালনোট পাচার চক্রের বিরুদ্ধে পুলিশের লড়াই জারি থাকবে ।'' 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

SIR-এ কতটা প্রভাব পড়বে বীরভূম জেলায়? স্পষ্ট জানালেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল
Today Live News: যাত্রা দেখে বাড়ি ফেরার পথে আদিবাসী নাবালিকাকে গণধর্ষনের অভিযোগ, বীরভূমে গ্রেফতার ৬