ক্রীড়ামন্ত্রী ক্রীড়া বানান জানেন না! অরূপের পদত্যাগপত্রে লাল দাগিয়ে তৃণমূলকে তুলোধনা সুকান্তর

Published : Dec 16, 2025, 07:57 PM IST
Sukanta Majumdar criticized Arup Biswas on spelling mistakes resignation letter

সংক্ষিপ্ত

অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র নিয়ে তীব্র সমালোচনা করেন সুকান্ত মজুমদার। ক্রীড়ামন্ত্রী ‘ক্রীড়া’ শব্দটির বানানই বারবার ভুল করেছেন বলে দাবি করেন সুকান্ত মজুমদার। 

আজ 'সাদা পাতায়' পদত্যাগপত্র লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে পাঠিয়েছিলেন অরূপ বিশ্বাস। তার সারকথা নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্য়ায় সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। আপাতত ক্রীড়া দফতরের দায়িত্ব তিনি নিজের হাতেই রেখেছেন। কিন্তু অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যে চিঠিটি ভাইরাল হয়েছে সেই চিঠি নিয়েই প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। অরূপের পদত্যাগপত্র নিয়ে বিজেপি নেতা তুলোধনা করেছেন গোটা তৃণমূল দলটারই।

সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া

অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র যেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটি শেয়ার করেছেন সুকান্ত মজুমদার। সেই চিঠিতে বানান ভুল রয়েছে বলে দাবি করেছেন বিজেপি নেতা। অরূপের লেখা চিঠিতে বানান ভুলের অংশ দুটি লাল করে দাগিয়ে গিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সুকান্ত। যে দুটি বানান ভুল বলে সুকান্ত দাবি করেছেন সেগুলি হলঃ 'ক্রিয়াঞ্জন' ও 'ক্রিয়ামন্ত্রী'।

 

 

সুকান্ত মজুমদার এক্স পোস্টে লিখেছেন, 'মুখে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আর দিনভর বাঙালি অস্মিতা নিয়ে ধোঁকাবাজির রাজনীতি করেন পশ্চিমবঙ্গের ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাঁর মন্ত্রিসভা এবং দল তৃণমূল কংগ্রেস যে এমন অশিক্ষিতদের দিয়ে পরিপূর্ণ, তার কোনো খোঁজই তিনি রাখেন না!

নিচে লাল মার্ক দিয়ে দেখানো হয়েছে যে, পদত্যাগের চিঠিতে ক্রীড়ামন্ত্রী ‘ক্রীড়া’ শব্দটির বানানই বারবার ভুল করেছেন!

তৃণমূলের এক মাতব্বর নেতা সামাজিক মাধ্যমে যে পোস্ট করে মন্ত্রীর চিঠি প্রকাশ্যে এনেছেন, তিনি দুইবার দুটি চিঠির পোস্ট করেছেন—যদিও কোনোটিতেই ভুলের অভাব নেই!

এটাই তৃণমূল — অশিক্ষিত, দুর্বিনীত এবং অমার্জিত!' সুকান্ত মজুমদার এই পোস্টটি সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ট্যাগ করেছেন।

যাইহোক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র নিয়ে নেটিজেনরাও তীব্র সমালোচনা করেছেন। তাঁদের অনেকেই বলেছেন, এভাবে সাদা পাতায় পদত্যাগ করা যায় না। অনেকেই আবার আইওয়াশ বলেও মন্তব্য করেছেন। অনেকে আবার স্বাগত জানিয়েছেন অরূপ বিশ্বাসকে পদত্যাগের জন্য।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: মেসিকে নিয়ে মমতার আসল পরিকল্পনা কী ছিল? আজ সব ফাঁস করলেন শুভেন্দু
Suvendu Adhikari : 'বিজেপিকে আনুন, এইসব নাম মুছে দেব' আসানসোলে হুঁশিয়ারি শুভেন্দুর