SIR-এ কতটা প্রভাব পড়বে বীরভূম জেলায়? স্পষ্ট জানালেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল

Published : Dec 17, 2025, 09:08 AM IST
Anubrata Mandal, SONIA NARANG,

সংক্ষিপ্ত

Birbhum News: ভোটার তালিকা নিবিড় সমীক্ষা বা এসআইআর নিয়ে বিস্ফোরক বার্তা বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। কী বলেছেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Birbhum News: অবশেষে দীর্ঘ টালবাহানার অবসান। ১৬ ডিসেম্বর প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। যদিও খসড়া ভোটার তালিকা এবং এসআইআর নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী বীরভূমের তৃণমূল নেতা অনুব ্রত মণ্ডল। এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সমীক্ষায় বীরভূমে যে কোনওরকম প্রভাব পড়বে না এদিন ফের তা স্পষ্ট করে বললেন তিনি।

কী বলছেন অনুব্রত মণ্ডল?

এসআইআর এবং খসড়া ভোটার তালিকা প্রকাশ ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''এসআইআর-এ বীরভূমে কোনও প্রভাব পড়বে না''। এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়ায় বীরভূম জেলায় নির্বাচনে কোনও প্রভাব পড়বে না বলে স্পষ্ট জানালেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। হাতে তালিকা নিয়ে তিনি জানান, বীরভূম জেলায় প্রায় ১ লক্ষ ৭০ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে।

অনুব্রত মণ্ডলের দাবি, বীরভূমের প্রতিটি পৌরসভার প্রায় সব ওয়ার্ডেই কমবেশি মৃত ভোটারদের নাম বাদ গেছে। যেসব নাম বাদ পড়েছে, তার অধিকাংশই আগেও বিভিন্ন কারণে ভোটার তালিকা থেকে বাদ ছিল। ফলে নতুন করে কোনও বড় পরিবর্তন বা প্রভাব পড়ার প্রশ্নই নেই। এসআইআর-এর খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনই তিনি এই দাবি করেন এবং জানান, এই সংশোধনের ফলে আসন্ন নির্বাচনে বীরভূম জেলায় কোনওরকম প্রভাব পড়বে না।

অন্যদিকে, এবার সামনে এল এসআইআর প্রক্রিয়ার ফলে পশ্চিমবঙ্গের নাম বাদের তালিকা। প্রকাশিত হল নাম বাদের তালিকা । ২০২৫ সালে এসআইআর-এর পর কাদের নাম বাদ পড়ে গেল, সেই তালিকা প্রকাশিত হল।

আপনার নাম কি বাদের তালিকায় ? আপনার আত্মীয় স্বজনের নাম আছে তো? দেখে নিন ceowestbengal.wb.gov.in/asd_sir লগ ইন করে। এখানেই দেখা যাবে বাদ যাওয়া নামের তালিকা। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে তালিকা। নিজের নাম, আত্মীয়স্বজন, প্রতিবেশীদের নাম বাদ গেছে কিনা জানা যাচ্ছে ওয়েবসাইটে ceowestbengal.wb.gov.in/asd_sir। খসড়া ভোটার তালিকা আর কিছুক্ষণের মধ্যেই।

নির্বাচন কমিশনের নির্দেশে চালু হওয়া এসআইআর (SIR)-এর মূল লক্ষ্য হল পুরনো ও ভুল তথ্য সংশোধন করে ভোটার তালিকাকে নির্ভুল করা। এই প্রক্রিয়ায় মৃত্যু হয়েছে এমন ভোটার, একাধিক জায়গায় নাম থাকা ব্যক্তি কিংবা স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া ভোটারদের নাম যাচাই করা হচ্ছে। সেই কারণেই ব্যাপক হারে নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Today Live News: SIR-এ কতটা প্রভাব পড়বে বীরভূম জেলায়? স্পষ্ট জানালেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল
নতুন বছরে দারুণ খবর, বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা, মিলবে কত করে? ইঙ্গিত সরকার পক্ষের