কোচিং সেন্টারের ভিতরেই গণ ধর্ষণের শিকার নাবালিকা, বীরভূমে গ্রেফতার ২ নাবালক পড়ুয়া

Published : Nov 02, 2025, 09:12 AM IST
gang rape

সংক্ষিপ্ত

Birbhum Crime News: ফের রাজ্যে গণধর্ষণের ঘটনা। এবার বীরভূমে কোচিং সেন্টারে নির্যাতনের শিকার এক নাবালিকা ছাত্রী। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Birbhum Crime News: ফাঁকা কোচিংয়ে ছাত্রীকে ধর্ষণ দুই সহপাঠী ছাত্রের। ঘটনায় গ্রেফতার দুই নাবালক। সিউড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দুই নাবালকের বিরুদ্ধে । ঘটনায় চাঞ্চল্য এলাকায় । শুক্রবার সকাল আটটা নাগাদ পড়ানোর কথা ছিল টিউশন টিচারের , তবে নাবালিকার দুই সহপাঠী তাকে বলেন সকাল ৭ টায় পড়াবেন স্যার । সেইমতো নাবালিকা এবং দুই ছাত্র কোচিংয়ের অন্য এক শিক্ষকের কাছ থেকে চাবি নিয়ে খোলেন সেন্টার ।

কী অভিযোগ উঠেছে ধৃতদের বিরুদ্ধে?

অভিযোগ, সেই সুযোগে দুই নাবালক ছাত্র ধর্ষণ করে ওই নাবালিকাকে। ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবার রাত্রে ঘটনার অভিযোগ দায়ের হয় সিউড়ি থানায়। পরে পুলিশ ওই দুই নাবালককে গ্রেফতার করে। শনিবার তাদের দুইজনকে জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলা হলে বিচারক তাদের ১৪দিনের হোমে রাখার নির্দেশ দেন। সরকারি আইনজীবী অনিন্দ্য সিংহ বলেন,' ঘটনার অভিযোগ দায়ের হয় সিউড়ি থানায়, তাদের বিচারক ১৪ দিন হোমে রাখার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে নাবালিকাকে CWC তে তোলা হয়েছে।'

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই দুই নাবালককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনের চার নম্বর ও ছয় নম্বর ধারায় মামলা দায়ের করা হয়। শনিবারই তাদের আদালতে তোলা হলে বিচারক দুই নাবালককে ১৪ দিনের জন্য হোমে রাখার নির্দেশ দেন। এদিকে নির্যাতিতা নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করানো হয়। সূত্রের খবর, সোমবার গোপন জবানবন্দি নেওয়া হবে ওই নাবালিকার।

অন্যদিকে, ভারত থেকে বাংলাদেশে অবৈধ ভাবে যাওয়ার সময় বিএসএফের জালে ১১ বাংলাদেশি। বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্তের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার একদল বাংলাদেশী তারালী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় বিএসএফের ১৪৩নং ব্যাটেলিয়নের জওয়ানরা তাদেরকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তারা সকলেই বাংলাদেশি। 

তারা ভারতের বিভিন্ন প্রান্তে কর্মসূত্রে বসবাস করতো। এদিন তারা অবৈধভাবে এদেশ থেকে বাংলাদেশের যাওয়ার চেষ্টা করছিল। ধৃতদের মধ্যে ৪ মহিলা, ৩ পুরুষ ও ৪ শিশু রয়েছে। ধৃত বাংলাদেশিদের আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত ১১ বাংলাদেশিকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। ভারতে এসআইআর চালু হওয়ার ভয়েতেই কি তারা এদেশ ছেড়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলো? উঠছে প্রশ্ন।

অন্যদিকে, হলদিবাড়ি থেকে একই দিনে দুই বাংলাদেশিকে গ্রেফতার করল হলদিবাড়ি থানার পুলিশ। এসআইআর (SIR) চালু হওয়ার পরপরই এমন ঘটনায় হলদিবাড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

রাজ্যজুড়ে আরও বাড়বে শীতের আমেজ, উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া? রইল আবহাওয়ার বিরাট আপডেট
চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন