১০ ফুটের ব্যারিকেড দিয়ে ঘেরা নবান্ন, অভিযান শুরুর আগেই ফ্রায়েডরাইসে লাঞ্চ পুলিশের

Published : Aug 09, 2025, 12:16 PM ISTUpdated : Aug 09, 2025, 12:17 PM IST

নবান্ন অভিযানের ঘণ্টাখানের আগেই রাস্তা আটকে দিয়েছে পুলিশ। বন্ধ করে দিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাওড়া ব্রিজ ও বিদ্যাসাগর সেতু। রাস্তা আটকাতে একদিকে যেমন দুই মানুষ সমান উঁচু ব্যারিকেড দেওয়া হয়েছে।

PREV
15
নবান্ন অভিযান রুখতে তৎপর পুলিশ

নবান্ন অভিযানের ঘণ্টাখানের আগেই রাস্তা আটকে দিয়েছে পুলিশ। বন্ধ করে দিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাওড়া ব্রিজ ও বিদ্যাসাগর সেতু। রাস্তা আটকাতে একদিকে যেমন দুই মানুষ সমান উঁচু ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেডের উচ্চতা প্রায় ১০-১২ ফুট। তেমনই কন্টেনার দিয়ে অবরুদ্ধ করা হয়েছে রাস্তা। হাওড়া থেকে কলকাতার সীমানা পর্যন্ত প্রচুর পুবিশ মোতায়েন করা হয়েছে। অভিযানে সামিল হওয়াদের পাশাপাশি সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের।

25
পুলিশের খাওয়াদাওয়া

রাস্তা অটকে সকাল থেকেই সাঁতরাগাছিতে বসেছিল পুলিশ। তবে অভিযান শুরু হওয়ার পূর্বেই লাঞ্চ সেরে নেয় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীরা। ছবিতে দেখা যাচ্ছে পুলিশ কর্মীরাদের লাঞ্চে জন্য স্থানীয় একটি দোকান থেকেই এসেছে প্রচুর খাবার। মেনুতে রয়েছে ফ্রায়েডরাইস ও ঠান্ডা নরম পানীয়। তেমনই বলছে একটি সূত্র। রাস্তাতেই বেশ কয়েক জন পুলিশকর্মীকে রাস্তার ওপর দাঁড়িয়ে খাওয়া দাওয়া সারতে দেখাগেল।

35
নিরাপত্তার কড়া ব্যবস্থা

নবান্ন অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আনা হয়েছে জলকামান। কলকাতা পুলিশের পাশাপাশি বেঙ্গল পুলিশ, ব়্যাফ মোতায়ন করা হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে রাজ্যের প্রধান কার্যকরী দফতর নবান্ন। বেলা ১২টা থেকে শুরু হয়েছে নবান্ন অভিযান। সেই সময় থেকেই রাণীরাসমণি রোডেও ব্যারিকেড দিয়ে দেয় পুলিশ।

45
নবান্ন অভিযান

নির্যাতিতার পরিবারের ডাকে নবান্ন অভিযানে রাজ্যের একাধিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠন সমর্থন জানিয়েছেন। বেলা ১২টায় শুরু হওয়ার কথা নবান্ন অভিযানের। কিন্তু তার প্রায় এক ঘণ্টা আগেই বন্ধ করে দেওয়া হয়েছে হাওড়া ব্রিজ ও বিদ্যাসাগর সেতু। প্রায় দুই মানুষ সমান উঁচু ব্যারিকেড দেওয়া হয়েছে। নবান্ন ঘিরে রেখেছে কয়েকশ পুলিশ কর্মী।

55
মিছিলে শুভেন্দু

মিছিলে যোগ দেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডেরিনা ক্রসিং থেকে নির্যাতিতার পরিবারের সঙ্গে শুভেন্দুর মিছিলে যোগ দেওয়ার কথা। তবে অভয়া ক্লিনিক নবান্ন অভিযানে সামিল না হওয়ায় তিনি তীব্র সমালোচনা করেন। শুভেন্দু বলেছেন, শান্তিপূর্ণ অভিযান হবে।

Read more Photos on
click me!

Recommended Stories