RG Karকাণ্ডের পর কেটে গিয়েছে এক বছরেরও বেশি সময়। কিন্তু এখনও ন্যায় বিচার পায়নি বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের। সেই কারণেই RG Kar-কাণ্ডের বার্ষীকেতে পথে নামছে নির্যাতিতার পরিবার।
RG Karকাণ্ডের পর কেটে গিয়েছে এক বছরেরও বেশি সময়। কিন্তু এখনও ন্যায় বিচার পায়নি বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের। সেই কারণেই RG Kar-কাণ্ডের বার্ষীকেতে পথে নামছে নির্যাতিতার পরিবার। নবান্ন অভিযানের ডাক দিয়েছে নির্যাতিতার বাবা ও মা। কিন্তু তার পূর্বেই নির্যাতিতার বাবা রীতিমত বিস্ফোরক মন্তব্য করেন। নিহত চিকিৎসক তরুণীর মাও তদন্ত নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন।
নির্যাতিতার বাবার অভিযোগঃ
নির্যাতিতার বাবা বলেছেন, তাঁর মেয়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার। প্রশাসন, কলেজ কর্তৃপক্ষ, স্বাস্থ্য দফতদর, সকলেই দায়ী। তিনি বলেন, 'যতিও ব্যারিকেড করুন আমরা নবান্নে পৌঁছে যাব। ' তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন, 'রাস্তায় দেখা হলেও প্রতিবেশীরা কথা বলেনন না। বাজারে কোনও জিনিস কিনতে গেলে বিক্রেতা দশবার ভাবেন বিক্রি করবেন কিনা! এমন পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস।' রাজ্যের শাসক দলের পাশাপাশি কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে তদন্ত নিয়ে উষ্মা প্রকাশ করেন নির্যাতিতার বাবা।
নির্যাতিতার মায়ের অভিযোগঃ
নির্যাতিতার মা বলেছেন, ' আজও প্রতিরাতে মেয়ের কান্না শুনতে পাই। ' এভাবেই মেয়ের মৃত্যুর প্রথম বার্ষীকিতে চোখের জল ফেললেন RG Kar-এর নির্যাতিতার মা। তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBIকে অপদার্থ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, 'তদন্তের নামে সার্কাস চলছে। তথ্য প্রমাণ লোপাট করেছে কলকাতা পুলিশ।'
নির্যাতিতার পরিবারের ডাকে নবান্ন অভিযানে রাজ্যের একাধিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠন সমর্থন জানিয়েছেন। বেলা ১২টায় শুরু হওয়ার কথা নবান্ন অভিযানের। কিন্তু তার প্রায় এক ঘণ্টা া আগেই বন্ধ করে দেওয়া হয়েছে হাওড়া ব্রিজ ও বিদ্যাসাগর সেতু। প্রায় দুই মানুষ সমান উঁচু ব্যারিকেড দেওয়া হয়েছে। নবান্ন ঘিরে রেখেছে কয়েকশ পুলিশ কর্মী।


