TMC News: তৃণমূলের রাজনৈতিক মঞ্চে উত্তরীয় গলায় পুলিশ অফিসার, তুঙ্গে রাজনৈতিক তরজা

সংক্ষিপ্ত

নদীয়ার চাপড়ায় (Nadia News) তৃণমূলের রাজনৈতিক মঞ্চে উর্দিধারী পুলিশ। আইসির গলায় পরা রয়েছে তৃণমূলের উত্তরীয়। পুলিশকে পাশে বসিয়েই বিজেপিকে হঠানোর ডাক তৃণমূল নেতার। পুলিশের ভূমিকায় বিতর্ক চাপড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাপড়ার তৃণমূল কংগ্রে

TMC NEWS: শাসকের মঞ্চে ফের দেখা গেল উর্দিধারী আইনের রক্ষককে। প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে অন ডিউটি পুলিশ অফিসারের গলায় তৃণমূলের উত্তরীয়। এখানেই শেষ নয়, পুলিশকে পাশে বসিয়েই বিজেপি হঠানোর ডাকও দিলেন তৃণমূল নেতারা। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো ভাইরাল হতেই তুঙ্গে রাজনৈতিক তরজা (West Bengal News)।

জানা গিয়েছে, নদীয়ার চাপড়ায় (Nadia News) তৃণমূলের রাজনৈতিক মঞ্চে উর্দিধারী পুলিশ। আইসির গলায় পরা রয়েছে তৃণমূলের উত্তরীয়। পুলিশকে পাশে বসিয়েই বিজেপিকে হঠানোর ডাক তৃণমূল নেতার। পুলিশের ভূমিকায় বিতর্ক চাপড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাপড়ার তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে বিভিন্ন অঞ্চলে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, বস্ত্র বিতরণের আড়ালে রাজনৈতিক কর্মসূচি নিয়েছিল তৃণমূল কংগ্রেস কর্মীরা (West Bengal today News)। কয়েকদিন ধরে চলা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচিতে সাদা পোশাকে উপস্থিত ছিলেন চাপড়া থানার আইসি অনিন্দ্য মুখার্জি। আরও একধাপ এগিয়ে পুলিশের পোশাক পরেই সেই কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল চাপড়া থানার বড় আন্দুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৃজিব সিনহাকে।

Latest Videos

গত রবিবার চাপড়ার হৃদয়পুর অঞ্চলের এই কর্মসূচিতে চাপড়া থানার আইসিকে (Chapra IC) পাশে বসিয়েই সভা মঞ্চ থেকে বিজেপিকে (BJP Bengal) হঠানোর ডাক দেন তৃণমূল নেতা। এর পাশাপাশি গত শনিবার চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যোগে আয়োজিত ইফতার পার্টিতে তৃণমূলের দলীয় উত্তরীয় গলায় পরেই উপস্থিত ছিলেন চাপড়া থানার আইসি।

সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির দাবি (BJP News), পুলিশ (West Bengal Police) যে, তৃণমূলের (TMC News) দলদাস তা আবারও প্রমাণিত হল। একই দাবি করেছে কংগ্রেস নেতৃত্বেও। যদিও এ বিষয়ে সাফাই দিয়েছে তৃণমূল। তাঁদের দাবি সামাজিক অনুষ্ঠানে পুলিশ উপস্থিত থাকতেই পারে।

অন্যদিকে, সোমবার হাওড়ার বেলগাছিয়ায় বিরোধী দলনেতা ও পুলিশের ধাক্কাধাক্কিতে আহত শুভেন্দু অধিকারী। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ বিরোধী দলনেতা হাওড়ার বেলগাছিয়ায় যে এলাকায় জলকষ্ট দেখা দিয়েছে এবং ভাগাড়ে বিস্ফোরণ ঘটেছে সেই ঘটনাস্থলে গেলে তাকে ঢুকতে বাধা দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে হাওড়া কর্পোরেশন অভিযানের ডাক দেয় বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পক্ষ থেকে অভিযোগ করা হয় তিনি হাওড়ার বেলগাছিয়ায় দুর্গত মানুষদের সঙ্গে কথা বলতে গেলে তাকে সেখানে ঢুকতে বাধা দেয় পুলিশ। পরিকল্পিতভাবে তাকে আটকানো হয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'ভদ্রমহিলা জোচ্চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছেন', SSC-র রায় নিয়ে মমতাকে ধুয়ে দিলেন অভিজিৎ
'মমতা মিটিং ডেকেছে আবার চাকরি নিয়ে ২ নাম্বারি করার জন্য', ফেসবুক লাইভে গর্জে উঠলেন ফিরদৌস শামীম