টাকা দিলেই মিলবে চাকরি, যুবকের ফাঁদে পা দিতেই মুহুর্তে সাফ অ্যাকাউন্ট

Published : Mar 23, 2025, 10:06 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

বার বার সচেনতার বার্তা দেওয়ার পরও নড়ছে না টনক। ফের চাকরি দেওয়ার নাম করে উঠল প্রতারণার অভিযোগ। লক্ষ লক্ষ টাকা আত্মসাৎয়ের অভিযোগ উঠল প্রতারকের বিরুদ্ধে (West Bengal News)। ঘটনাটি ঘটেছে, নদীয়ার কালীগঞ্জ থানার কামারি গ্রামে (Nadia News)। ঘটনায় অভিযুক্ত 

Nadia News: বার বার সচেনতার বার্তা দেওয়ার পরও নড়ছে না টনক। ফের চাকরি দেওয়ার নাম করে উঠল প্রতারণার অভিযোগ। লক্ষ লক্ষ টাকা আত্মসাৎয়ের অভিযোগ উঠল প্রতারকের বিরুদ্ধে (West Bengal News)। ঘটনাটি ঘটেছে, নদীয়ার কালীগঞ্জ থানার কামারি গ্রামে (Nadia News)। ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রথমে জমি কেনা হবে, তারপর স্কুলঘর নির্মাণ করা হবে, সেখানে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে, নিয়োগ করা হবে রাধুনিসহ বিভিন্ন পদে - এইসব চাকরির লোভ দেখিয়ে গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে প্রতারক! এমনকি খুব অল্প সময়ে টাকা দ্বিগুন করে দেওয়ার লোভ দেখিয়েও বহুজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ওই প্রতারক। তার বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ।

অভিযোগকারীরা জানান, ওই প্রতারকের নাম আসাদুর রহমান মন্ডল। তার বাড়ি নদিয়ার কালীগঞ্জ থানার কামারি গ্রামে। স্যুট-কোট-টাই পড়ে গ্রামের সাধারণ গরীব মানুষকে বিভিন্ন চাকরির লোভ দেখিয়ে এবং অল্প সময়ে টাকা দ্বিগুন করে দেওয়ার লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন। অথচ বছর চারেক হয়ে গেলেও কোনও স্কুল তৈরি করেনি, একজনও চাকরি পায়নি এবং একজনও টাকা ফেরত পায়নি।

জানা গিয়েছে, সম্প্রতি নাকাশিপাড়ার বিলকুমারী গ্রামে ফের টাকা তুলতে এলে ওই এলাকার প্রতারিত লোকজন আসাদুরকে ঘিরে ধরে টাকা ফেরতের জন্য চাপ দিতে থাকে। আস-পাসের গ্রাম থেকে একের পর এক প্রতারিত লোকজন এসে টাকা ফেরতের জন্য চাপ দিতে থাকে। অগত্যা ওই প্রতারককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নাকাশিপাড়ার বিলকুমারী ও উত্তর বহিরগাছি গ্রামের কয়েকজনের অভিযোগের ভিত্তিতে নাকাশিপাড়া থানার পুলিস আসাদুরকে গ্রেফতার করে। রবিবার তাকে কৃষ্ণনগর আদালতে হাজির তোলা হয়। ধৃতকে হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত, অন্য কোনও বড় মাথা রয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ (West Bengal Police)। 

PREV
click me!

Recommended Stories

Dilip Ghosh: ‘বাবরের নামে কোনও মসজিদ হবে না!’ সরাসরি হুমায়ুনকে চ্যালেঞ্জ দিলীপের
Adhir Ranjan Chowdhury: ‘ভোটের সময় ওনাকে প্রমাণ করতে হয় উনি অনেক বড় হিন্দু!’ মমতাকে ধুয়ে দিলেন অধীর