আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে ফের কথা বললেন পুলিশ! 'দাবি না মানলে, আন্দোলন থামবে না' অনড় জুনিয়র ডাক্তাররা

আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে ফের কথা বললেন পুলিশ! 'দাবি না মানলে, আন্দোলন থামবে না' অনড় জুনিয়র ডাক্তাররা

আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনে এখনও আন্দোলনরত চিকিৎসকেরা। তব আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলে পুলিশ। কিন্তু তাতেও কোনও সমাধান মেলেনি। পরে মঙ্গলবার ফের ১২ নাগাদ অবস্থানরত চিকিৎসকেদের সঙ্গে কথা বলেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার সন্তোষ পাণ্ডে কথা বলেন চিকিৎসকেদের সঙ্গে।

চিকিৎসকদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। তবে নিজেগের দাবিতে অনড় রয়েছেন চিকিৎসকেরা। লালবাজারের উদ্দেশ্যে তাঁরা তিনটি বিকল্প বেছে দিয়েছেন। দাবি এক পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিজে এসে অবস্থানরত চিকিৎসকদের সঙ্গে দেখা করতে হবে। সেখানেই তাঁকে স্মারকলিপি পড়ে শোনানো হবে এবং তাঁকে সেটি গ্রহণ করতে হবে।

Latest Videos

এ ছাড়া বিকল্প হিসাবে চিকিৎসকদের মিছিলকে লালবাজারের দিকে যেতে দিতে হবে। বিবি গাঙ্গুলি স্ট্রিট ও বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থল পর্যন্ত। সেখান থেকেই চিকিৎসকদের একটি প্রতিনিধিদল লালবাজারে গিয়ে স্মারকলিপি জমা দেবেন।

যদি এই দুই বিকল্পের মধ্যে কোনওটিই না হয় তবে মেনে নিতে হবে তৃতীয় বিকল্প অবশ্যই পদত্যাগ করতে হবে পুলিশ কমিশনার বিনীতকে।

Share this article
click me!

Latest Videos

'গন্ধা ধরম!' রেড রোডে BJP-কে দুষে একি বললেন মমতা! দেখুন | Mamata Banerjee | Eid Al Fitr 2025
ইদের দিন হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি জয়পুরে, নামাজ পড়তে আসা মুসলিমদের উপর ফুল বর্ষণ করলেন হিন্দুরা
Sukanta Majumdar: ‘মমতার তৃণমূলই দাঙ্গার নেপথ্যে!’ মোথাবাড়ি নিয়ে মমতাকে তোপ দাগলেন সুকান্ত মজুমদার
‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার লিস্টের আসল গল্প এটাই!’ মমতার মাস্টারপ্ল্যান ফাঁস করলেন দিলীপ ঘোষ
বিজেপির হিন্দু ধর্মকে 'গন্দা ধরম' আখ্যা মমতার, পাল্টা দিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী