আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে ফের কথা বললেন পুলিশ! 'দাবি না মানলে, আন্দোলন থামবে না' অনড় জুনিয়র ডাক্তাররা

আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে ফের কথা বললেন পুলিশ! 'দাবি না মানলে, আন্দোলন থামবে না' অনড় জুনিয়র ডাক্তাররা

Anulekha Kar | Published : Sep 3, 2024 8:14 AM IST

আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনে এখনও আন্দোলনরত চিকিৎসকেরা। তব আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলে পুলিশ। কিন্তু তাতেও কোনও সমাধান মেলেনি। পরে মঙ্গলবার ফের ১২ নাগাদ অবস্থানরত চিকিৎসকেদের সঙ্গে কথা বলেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার সন্তোষ পাণ্ডে কথা বলেন চিকিৎসকেদের সঙ্গে।

চিকিৎসকদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। তবে নিজেগের দাবিতে অনড় রয়েছেন চিকিৎসকেরা। লালবাজারের উদ্দেশ্যে তাঁরা তিনটি বিকল্প বেছে দিয়েছেন। দাবি এক পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিজে এসে অবস্থানরত চিকিৎসকদের সঙ্গে দেখা করতে হবে। সেখানেই তাঁকে স্মারকলিপি পড়ে শোনানো হবে এবং তাঁকে সেটি গ্রহণ করতে হবে।

Latest Videos

এ ছাড়া বিকল্প হিসাবে চিকিৎসকদের মিছিলকে লালবাজারের দিকে যেতে দিতে হবে। বিবি গাঙ্গুলি স্ট্রিট ও বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থল পর্যন্ত। সেখান থেকেই চিকিৎসকদের একটি প্রতিনিধিদল লালবাজারে গিয়ে স্মারকলিপি জমা দেবেন।

যদি এই দুই বিকল্পের মধ্যে কোনওটিই না হয় তবে মেনে নিতে হবে তৃতীয় বিকল্প অবশ্যই পদত্যাগ করতে হবে পুলিশ কমিশনার বিনীতকে।

Share this article
click me!

Latest Videos

'দিদিমণি গদির নেশায় মাতাল হয়েছে' কবি গানে মমতাকে ধুয়ে দিলেন অসীম সরকার | Asim Sarkar | R G Kar
জয়নগরে সক্রিয় ইডি! রেশন ডিলারের গোডাউন ঘিরে চলল তল্লাশি | ED Raid | Ration Scam
আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির যুব মোর্চার ধর্না ভেসে উঠলো হুঙ্কার ‘উই ডিমান্ড জাস্টিস’ | RG Kar
BJP Live: R G Kar-কাণ্ডের প্রতিবাদে BJP-র ধর্না, দেখুন সরাসরি
'লাইভ স্ট্রিমিং-য়ে আপত্তি কোথায়? মুখোশ খুলে যাবে?' মমতাকে প্রশ্ন শুভেন্দুর | Suvendu Adhikari