লোকাল ট্রেনে যুবতীর গা ঘেঁষে দাঁড়িয়ে 'অসভ্যতা' পুলিশকর্মীর! দমদমে পেল উচিত শিক্ষা

Published : Feb 20, 2025, 05:59 PM IST
Mumbai local train

সংক্ষিপ্ত

কামারায় ভিড় হতে শুরু করলে ওই পুলিশ কর্মী ক্রমশ যুবতীর দিকে সরে যেতে শুরু করেন বলে অভিযোগ। একটা সময় যুবতীর গা ঘেঁষে দাঁড়ানোর অভিযোগ সামনে আসে। ওই অভিযুক্ত চলন্ত ট্রেনে ভিড়ের সুযোগ নিয়ে যুবতীর শরীরে হাত দেয় বলে অভিযোগ।

শিয়ালদহ শাখায় চলন্ত লোকাল ট্রেনে মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। অভিযুক্ত একজন পুলিশের হোমগার্ড বলেই জানা গেছে। ঘটনাস্থল দমদম স্টেশন। অভিযুক্তকে নামিয়ে পুলিশের হাতে তুলে দিলেন বছর ২২-র যুবতী। এই ঘটনাকে কেন্দ্র করে দমদম স্টেশনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আপ শান্তিপুর লোকালে এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে দমদম জিআরপি থানায় গ্রেফতার অভিযুক্ত পুলিশকর্মী দীপঙ্কর সেন।

সূত্রের খবর, বুধবার ঘটনাটি ঘটে আপ শিয়ালদহ শান্তিপুর লোকালে। জানা গিয়েছে, শিয়ালদহ থেকে ওই ট্রেনে ওঠে দাঁড়ায় ওই অভিযুক্ত পুলিশকর্মী দীপঙ্কর সেন। জানা যায়, অভিযুক্ত রাজ্য পুলিশের হোমগার্ড পদে কর্মরত। ওই ট্রেনেই একই কামরায় বিধাননগর স্টেশন থেকে ওঠেন ২২ বছরের ওই যুবতী। যাত্রী সংখ্যা প্রথমে কম ছিল বলেই জানান সহযাত্রীরা। পরবর্তীতে কামারায় ভিড় হতে শুরু করলে ওই পুলিশ কর্মী ক্রমশ যুবতীর দিকে সরে যেতে শুরু করেন বলে অভিযোগ। একটা সময় যুবতীর গা ঘেঁষে দাঁড়ানোর অভিযোগ সামনে আসে। ওই অভিযুক্ত চলন্ত ট্রেনে ভিড়ের সুযোগ নিয়ে যুবতীর শরীরে হাত দেয় বলে অভিযোগ। ওই অভিযুক্ত পুলিশকর্মীর অসৎ উদ্দেশ্য বুঝতে বাকি থাকেনা যুবতীর। সঙ্গে সঙ্গে তিনি প্রতিবাদ করেন। এমনকি তাকে তার পাশ থেকে সরে যাওয়ার কথা বলেন। অভিযোগ, প্রতিবাদ করায় অভিযুক্ত তাকে কটু কথা শুনিয়ে দেন। এরপরই তৎপর হন যুবতী। দমদম ট্রেন আসতেই অভিযুক্ত নামিয়ে চিৎকার করতেই লোকজন জড়ো হয়ে যায়। অনান্য যাত্রীরা অভিযুক্তকে চেপে ধরতেই প্রথমে অস্বীকার করে পরে স্বীকার করে বিষয়টা। সাফাই দিতে গিয়ে বলে, ভিড়ের চাপে গায়ে হাত লাগলেও লাগতে পারে। সহযাত্রীরা অভিযুক্ত পুলিশ কর্মীকে ধরে নিয়ে ঢুকিয়ে দেন জিআরপি থানায়। অভিযোগ দায়ের হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।গোটা ঘটনায় ক্ষুব্ধ হন যাত্রীরা। একজন পুলিশ কর্মী হয়ে এই অসভ্যতার ঘটনা তুলে ধরে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন সহযাত্রীরা। তাদের প্রশ্ন পুলিশ যদি এমন করে তবে বিচার চাইতে কোথায় যাব।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ