হাওড়ায় গাড়িতেই গুলিবিদ্ধ পুলিশ অফিসার! এক মহিলার উপস্থিতি নিয়ে 'রহস্য' বাড়ছে

Published : Feb 20, 2025, 01:47 PM IST
howrah police

সংক্ষিপ্ত

স্থানীয় সূত্রে জানা গেছে, চারজন পুলিশ কর্মী গাড়ি করে ওই রাস্তা ধরে আসছিলেন। আচমকাই গাড়ির ভিতর জয়ন্ত পালকে লক্ষ্য করে গুলি চালানো হয়। জানা গিয়েছে, বাঁ হাতে গুলি লেগেছে আহত পুলিশকর্মীর। ওই মহিলার উপস্থিতি নিয়েও এক রহস্য তৈরি হয়েছে।

হাওড়ায় গুলিবিদ্ধ হুগলির পুলিশ আধিকারিক, এই ঘটনায় বুধবার রাতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সূত্রের খবর, এই ঘটনা ঘটার সময় তার গাড়িতে এক মহিলার 'রহস্যময়' উপস্থিতির খবর মিলেছে। জখম অবস্থায় ওই পুলিশকর্মীকে নিয়ে ভর্তি করা হয়েছে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। কী কারণে গুলি চলল? কে চালাল এই গুলি? এমন বহু প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে এই গটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে পুলিশমহলে।

পুলিশ সূত্রে জানা যায়,হুগলির চন্ডীতলা থানার আইসি জয়ন্ত পালকে বুধবার রাত ১২টা নাগাদ গুলি করা হয়। ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্যাটরা থানা ও শিবপুর থানার মাঝামাঝি এলাকায় ঘোষ পাড়া পেট্রোল পাম্পের সামনে । স্থানীয় সূত্রে জানা গেছে, চারজন পুলিশ কর্মী গাড়ি করে ওই রাস্তা ধরে আসছিলেন। আচমকাই গাড়ির ভিতর জয়ন্ত পালকে লক্ষ্য করে গুলি চালানো হয়। জানা গিয়েছে, বাঁ হাতে গুলি লেগেছে আহত পুলিশকর্মীর। ওই মহিলার উপস্থিতি নিয়েও এক রহস্য তৈরি হয়েছে। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

গুলি চলার খবর ও পুলিশ আধিকারিক আহত হওয়ার খবর জেনেই ঘটনাস্থলে পৌঁছে যায় হাওড়া সিটি পুলিশ। পুলিশ উদ্ধার করেছে গুলির খোল। ঘটনার অনুসন্ধানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই মহিলাকেও । তাঁর সঙ্গেই কারও কোনও বচসা থেকে কি এই ঘটনা ঘটেছে, তা জানার চেষ্টা চলছে। আক্রান্ত পুলিশ আধিকারিকের সঙ্গে মহিলার ঠিক কী সম্পর্ক তাও জানার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যক্তিগত কাজে হাওড়া গেছিলেন পুলিশ আধিকারিক জয়ন্ত পাল। তবে গাড়ির ভিতরেই বচসা হচ্ছিল অনান্য সহযাত্রীদের সঙ্গে। অভিযোগ, তার কিছু পরই নাকি গুলি চলে। এবার এই ঘটনায় সত্যিই কি পুলিশ আধিকারিককে লক্ষ্য করে গুলি চলল, নাকি কোনভাবে তাঁর গায়ে গুলি লেগে গেছে, সেটাও এখনও পরিষ্কার জানা সম্ভব হয়নি বলেই জানা যায় পুলিশ সূত্রে। আসল কারণ খুঁজতে ইতিমধ্যে সংগ্রহ করা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

বড় চমক! এবার মাসে মাসে মিলবে ২৫০০ টাকা, ভাতা বৃদ্ধি নিয়ে বিরাট ইঙ্গিত রাজ্য সরকারের
ডিসেম্বরের শুরুতেই শীতের ব্যাটিং শুরু, সপ্তাহান্তে পারা পতনে কাঁপবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ