কপাল বলে একেই, ৬০ টাকা খরচে সন্ধ্যেতেই কোটিপতি দীনমজুর! হইচই শুরু হতেই ছুটলেন থানায়

Published : Feb 28, 2025, 03:37 PM IST
winning the lottery

সংক্ষিপ্ত

এলাকার মানুষ হীরালালের এই ভাগ্য পরিবর্তন দেখে বলছেন, এবার আর তাকে কষ্ট করে দীনমজুরী করে খেতে হবে না। বাকী জীবন এবার তার ভালোভাবেই কেটে যাবে। এই খবর ছড়িয়ে পড়তেই পুন্তর গ্রামে যেন উৎসবের আবহ। হীরালালের গল্প এখন গোটা এলাকার চর্চার বিষয়।

কথায় বলে ভাগ্য ভালো থাকলে কপালে খুলতে সময় লাগে না। যেকোন উপায়ে মুঠো মুঠো টাকা ধরা দেবে আপনার কাছে। এটা যে শুধু কথার কথা নয় তা যেন প্রমাণ করে ছাড়লেন দীনমজুর হীরালাল সরেন। ৬০ টাকার বিনিময়ে হয়ে গেলেন কোটিপতি। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের পুন্তরের হীরালাল সরেনের জীবনে এক রাতেই বদলে গেল সবকিছু! দিনমজুরের কাজ করে সংসার চালানো হীরালালবাবু কখনও কল্পনাও করেননি, ভাগ্য একদিন তার এমনভাবে ফিরবে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে কাজ করে ফেরার পথে হীরালালের হাতে ছিল মাত্র ১০০ টাকা। ভাগ্য পরিবর্তন করতে সেই টাকা থেকে ৬০ টাকা খরচ করে ১০টি লটারি টিকিট কিনেছিলেন তিনি। সবটাই ছিল কিছুটা আশা আর কিছুটা শখ মিলিয়ে। কিন্তু স্বপ্নেও ভাবেননি হীরালাল সেই টিকিটই তাকে কোটিপতি বানিয়ে দেবে। সাধারণভাবেই সন্ধ্যায় ঘুরতে বেরিয়ে নম্বর মেলাতেই চোখ ছানাবড়া হল তাঁর। দেখেন এক কোটি টাকার প্রথম পুরস্কার জিতেছেন তিনি। এই খবর চাউর হতেই হীরালালকে নিয়ে হইচই বেধে যায় গ্রামে। অবিশ্বাস্য এই খবর শুনে প্রথমে বাকরুদ্ধ হয়ে যান হীরালাল। আনন্দ আর উত্তেজনায় কাঁপতে কাঁপতে দ্রুত ছুটে যান কুমারগঞ্জ থানায়। নিরাপত্তার কথা ভেবে পুলিশ তাকে থানায় নিয়ে গিয়ে সমস্ত বিষয়গুলো দায়িত্ব নিয়ে সম্পন্ন করিয়ে তারপর তাঁকে বাড়ি ফিরিয়ে দেয়।

হীরালালবাবু লটারিতে কোটি টাকা পেয়ে বলেন, “এত টাকা পাব, স্বপ্নেও ভাবিনি! এখন একটা পাকা বাড়ি করার ইচ্ছে রয়েছে। বাকি টাকা দিয়ে কী করব, সেটা পরে ভাবব।” এলাকার মানুষ হীরালালের এই ভাগ্য পরিবর্তন দেখে বলছেন, এবার আর তাকে কষ্ট করে দীনমজুরী করে খেতে হবে না। বাকী জীবন এবার তার ভালোভাবেই কেটে যাবে। এই খবর ছড়িয়ে পড়তেই পুন্তর গ্রামে যেন উৎসবের আবহ। আত্মীয়-পরিজন, প্রতিবেশীরা একের পর এক ছুটে আসছেন শুভেচ্ছা জানাতে। এক রাতের মধ্যেই ভাগ্যের চাকা ঘুরে যাওয়া হীরালালের গল্প এখন গোটা এলাকার চর্চার বিষয়। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Mamata Banerjee: ‘তৃণমূল বিজেপির কাছে মাথা নত করে না!’ কোচবিহারে রণহুংকার মমতার
BJP News: নিউটাউনে তৃণমূলের বাড়ল অস্বস্তি! গেরুয়া শিবিরে দুই নেতা-কর্মীর যোগদান