বিহারের প্রযুক্তি-প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে জঙ্গিদের বিস্ফোরক, হোলি-র দিন কলকাতা সহ সারা বাংলা জুড়ে হামলার ছক

বিস্ফোরক তৈরি জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ পাটনার কেন্দ্র-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে আসা হচ্ছে বলে খোঁজ পেয়েছেন গোয়েন্দারা। হামলা হতে পারে রাজভবনেও। 

বিস্ফোরক বোঝাই ড্রোন নিয়ে আকাশ থেকে হামলার ছক! জঙ্গিদের টার্গেটে এবার হাওড়া, শিয়ালদা, কলকাতা, আসানসোল, মালদহের মতো একাধিক গুরুত্বপূর্ণ রেল স্টেশন। এমনকি বিমানবন্দর এবং রাজভবনও বাদ যাচ্ছে না হামলার আশঙ্কা থেকে। পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই) এবং স্টুডেন্টস’ ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া (সিমি) এই দুই গোষ্ঠীকে হামলার নেপথ্যে সন্দেহ করছেন গোয়েন্দারা। দোল উৎসব বা হোলির দিন এই হামলা হতে পারে বলে খবর ছড়াতেই পশ্চিমবঙ্গ জুড়ে এখন দুশ্চিন্তার মেঘ।

২ মার্চ তারিখে গোপনে এই জঙ্গি হামলার খবর দিয়েছেন পূর্ব রেলের আইজি তথা প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার শ্রী পরমশিব। হাওড়া, শিয়ালদহ, আসানসোল, মালদহ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারদের (ডিআরএম) সতর্ক করে বলা হয়েছে, ১ মার্চ তারিখে বারাণসী বিমানবন্দরের অধিকর্তা একটি চিঠি পেয়েছেন। এতে উল্লেখ রয়েছে যে, ৮ মার্চ, হোলির দিন বিস্ফোরক ভর্তি ড্রোন দিয়ে বাংলার বহু বিমানবন্দর, রেলস্টেশন এমনকি রাজভবনেও জঙ্গি হামলার হুমকি দেওয়া হয়েছে। পিএফআই এবং সিমি-র সঙ্গে জড়িত গোষ্ঠী এই হামলা করতে পারে।

Latest Videos

গোয়েন্দাদের দাবি, বিহারের বেগুসরাই-এ অবস্থিত বারাউনি পলিটেকনিক কলেজের কেমিক্যাল ল্যাবরেটরিতেই তৈরি হচ্ছে বিস্ফোরক। আকাশপথে হামলা করার জন্য বিশেষভাবে তৈরি হচ্ছে ড্রোনের নকশা এবং আনুষঙ্গিক প্রযুক্তি। প্রয়োজনীয় যন্ত্রাংশ আনা হচ্ছে পাটনার ন্যাশনাল ইনস্টিটিউট টেকনোলজির মতো কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান থেকে।

গোপন বার্তার কথা স্বীকার করেছেন রেলকর্তা শ্রী পরমশিব নিজেই। তিনি জানিয়েছেন, ‘‌বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে হোলির দিন এই ধরনের জঙ্গি হামলার ‘ইনপুট’ পেয়েছি। দেশব্যাপী এই নাশকতা চালানো হতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা। রেল স্টেশন-সহ রাজভবন এবং বিমানবন্দরের কথাও উল্লেখ করা রয়েছে রিপোর্টে। তবে পশ্চিমবঙ্গের রাজ্যপালের বাসভবনে হামলা হতে পারে কি না, তা এখনও নিশ্চিত নয়। আমরা সবরকমের সুরক্ষা ব্যবস্থা নিয়ে রাখছি। জনবহুল ও গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলিতে হোলির দিন সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। আকাশপথে ড্রোনের মতো কিছু দেখা গেলে গুলি করে নামিয়ে আনা হবে।’‌

আরও পড়ুন-
ব্রা পরে মহিলারা মডেলিং করতে পারবেন না, চিন সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে এবার মহিলাদের অন্তর্বাস পরে বেরোচ্ছেন পুরুষরাই

বিহারের পরিযায়ী শ্রমিকদের তামিলনাড়ুতে হামলা করার ‘মিথ্যা’ ভিডিয়ো প্রচারের অভিযোগ, বিজেপির সোশ্যাল মিডিয়া পেজের বিরুদ্ধে মামলা দায়ের
ভালোবাসায় মিষ্টি খুনসুটি নাকি, একেবারে বিচ্ছেদের ঝগড়া? দেখে নিন কোন রাশির মানুষরা প্রেমের সম্পর্কে খুব বেশি যত্নশীল

Share this article
click me!

Latest Videos

'জয় শ্রীরাম' ধ্বনিতে মুখরিত বাংলাদেশ! হিন্দু নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh
দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'Firhad Hakim ও Kalyan Banerjee কে ফের একবার তীব্র আক্রমণ Humayun Kabir-এর, দেখুন কী বললেন
'বাংলাদেশের তালিবান ইউনূস হুঁশিয়ার' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari on Bangladesh
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বিধানসভায় বিক্ষোভ Suvendu-র! | Suvendu Adhikari