'মুখ্যমন্ত্রীর রাতের ঘুম কেড়ে নেওয়ার ওষুধ আসছে', জামিন পাওয়ার পরের দিনই হুঙ্কার কৌস্তভ বাগচীর

মুখ্যমন্ত্রী অধীর চৌধুরীর কাছে দুঃখপ্রকাশ করলে আমিও মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরে ক্ষমা চাইব।

Web Desk - ANB | Published : Mar 5, 2023 8:26 AM IST

আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর গ্রেফতারি ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। অন্যদিনে জামিন পেয়েই মাথা কামিয়ে তৃণমূল সরকারকে উচ্ছ্বেদ করার শপথ নিয়েছেন আইনজীবী কৌস্তভ বাগচী। তবে সেখানেই শেষ নয়। পরের দিন সকালে ফের হুঁশিয়ারি দিলেন তিনি। 'আন্দোলন আরও তীব্রতর হবে', রবিবার সকালে হুঙ্কার কংগ্রেস নেতার। তিনি স্পষ্ট জানিয়ে দেন,'থেমে থাকার কোনও প্রশ্নই ওঠেই ওঠে না।' তিনি আরও বলেন,'মুখ্যমন্ত্রী অধীর চৌধুরীর কাছে দুঃখপ্রকাশ করলে আমিও মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরে ক্ষমা চাইব।' রবিবার ডিএ-এর আন্দোলন মঞ্চে যাওয়ার কথাও জানান তিনি। এছাড়া দলের বেশ কিছু অভ্যন্তরীণ মিটিংও আছে বলেও জানিয়েছেন কৌস্তভ।

রবিবার আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বলেন,'আজকে ডিএ-এর মঞ্চে যাব। আন্দোলনকারীদের সঙ্গে দেখা করব। এছাড়া দলের কিছু অভ্যন্তরীণ বৈঠকও রয়েছে। আগামী দিনের জন্য বেশ কিছু পরিকল্পনা আছে। আর যে বই নিয়ে এত গাত্রদাহ, সেই বই বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।' তিনি আরও বলেন,'মাতৃসম মুখ্যমন্ত্রীর পুত্রসম কৌস্তভের কোনও সমস্যাই নেই তাঁর পা ধরে ক্ষমা চাইতে। কিন্তু তার আগে অধীর চৌধুরীর কাছে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চেয়ে বলতে হবে উনি অন্যায় করেছেন। যা মন্তব্য করেছেন তার জন্য তিনি ব্যথিত এবং মর্মাহত। এই ধরনের মন্তব্য করবেন না।' কৌস্তভের সংযোজন,'অপেক্ষা করুণ মুখ্যমন্ত্রীর রাতের ঘুম কারার জন্য আরও একটা ওষুধ আসছে। এক-দু'দিনের মধ্যেই সেই ওষুধ আসবে। দেখতে পাবেন।'

প্রসঙ্গত, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর প্রশংসায় পঞ্চমুখ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। শনিবার দিনভর কৌস্তভ বাগচীর গ্রেফতারি ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। সারাদিনধরে পক্ষে বিপক্ষে উঠে এসেছে নানা মত। শনিবার দুপুর থেকে পুলিশি টানাপোড়েন এবং শেষে শর্ত সাপেক্ষে জামিন। গোটা ঘটনার বিরোধিতায় সরব হয়েছেন একাধিক রাজনীতিক। অন্যদিকে জামিন পেয়েই মমতাকে উচ্ছ্বেদ করার শপথ নিলেন কৌস্তভ বাগচী। রবিবার চক্রে কৌস্তব বাগচীর প্রশংসা শোনা গেল দিলীপ ঘোষের মুখে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে কংগ্রেস নেতার শপথ প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য,'কংগ্রেসের কমপক্ষে একটা ছেলে তো শপথ নিয়েছে।'

রবিবার সকালে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ পশ্চিম মেদিনীপুর জেলায় খড়গপুর শহরে প্রাতভ্রমণে বেরিয়ে বোগদা এলাকায় বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে চা-চক্রে বসেন। কৌস্তভ বাগচীর মাথা ন্যাড়া করে শপথ নেওয়ার ঘটনাকে সমর্থন করেন দিলীপ ঘোষ। এদিন চা-চক্রে দিলীপ বললেন,'একটা ছেলে তো কংগ্রেসের কমপক্ষে শপথ নিয়েছে। তৃণমূলকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য। বাকি কংগ্রেস পার্টির তো সেরকম কিছু দেখাই যায় না। বরং দরকার হলে বিধানসভায় তারা উলটে মমতার পাশে দাঁড়ান। কমপক্ষে যুব সমাজের মধ্যে একটা জেদ এসেছে বাংলাকে বাঁচানোর জন্য হটাবার এদের দরকার আছে।'

আরও পড়ুন - 

'কমপক্ষে একটা ছেলে তো শপথ নিয়েছে', চা-চক্রে কৌস্তভ বাগচীর প্রশংসা দিলীপ ঘোষের মুখে

'মমতার রাতের ঘুম কেড়ে নেব', জেল থেকে বেড়িয়েই হুঙ্কার কৌস্তব বাগচীর

কংগ্রেসের তৃণমূলের প্রতি 'ধরি মাছ না ছুঁই পানি' সম্পর্কের জন্য জন্যই আজকের ঘটনা, কৌস্তুভ বাগচীর গ্রেফতারি প্রসঙ্গে কংগ্রেসকে খোঁচা শুভেন্দুর

Share this article
click me!