নিরাপত্তার 'শিকেয়ে' ঝুলে অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা, চিঠি চালাচালি ইডি আর রাজ্য প্রশাসনের

Published : Mar 05, 2023, 03:14 PM IST
anubrata

সংক্ষিপ্ত

অনুব্রতর নিরাপত্তার দায়িত্ব নিতে নারাজ পুলিশ। সেই কারণে আপাতত আটকে অনুব্রতর দিল্লি যাত্রা। চিঠি দিয়ে ইডিকে জানিয়েছে আসানসোল জেল কর্তৃপক্ষ। 

কলকাতা হাইকোর্টের রায়ের পরেও অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা ঝুলেই রয়েছে। কারণ তাঁকে কখন কী ভাবে আসানসোল থেকে কলকাতা নিয়ে আসা হবে তাই নিয়ে নতুন জটিলতা শুরু হয়েছে। কারণ একাধিক চিঠি চালাচালির পরে অবশ্য আসানসোল জেলকর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে তৃণমূল নেতার নিরাপত্তার দায়িত্ব নিতে নাকি রাজি নয় পুলিশ। তেমনই খবর ইডি সূত্রে।

আসানসোল থেকে কখন ও কীভাবে কলকাতায় আনা হবে গরুপাচারকাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলকে- এই বিষয়টা জানতে চেয়ে শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত পরপর তিনটি চিঠি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পাঠিয়েছে আসানসোল জেল কর্তৃপক্ষকে। তিনটি চিঠি চালাচালির পরে আসানসোল জেল কর্তৃপক্ষ অবশ্য জানিয়ে দিয়েছে অনুব্রত মণ্ডলের দায়িত্ব নিতে পারবে না ইডি। তেমনই খবর ইডি সূত্রের। চাইলে অনুব্রতর দায়িত্ব ইডি নিতে পারে। তৃণমূল নেতার নিরাপত্তার কারণেই আপাতত ঝুলে রয়েছে তাঁর দিল্লি যাত্রা।

সূত্রের খবর শনিবার কলকাতা হাইকোর্টের রায়ের পরেই সন্ধ্যেবেলা ইডি একটি চিঠি পাঠিয়েছিল আসানসোল জেল কর্তৃপক্ষকে। কিন্তু তার কোনও উত্তর আসেনি। তারপর রবিবার ইডির তরফ থেকে আরও দুটি চিঠি পাঠান হয়। সূত্রের খবর ইডি আসানসোল জেল কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিল কখন অনুব্রতকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। প্রটোকল অনুযায়ী আসানসোল জেল কর্তৃপক্ষেরই ইডিকে অনুব্রত মণ্ডলের হ্যান্ডওভারের বিষয় বিস্তারিত তথ্য দেওয়ার কথা। ইডি সূত্রের কবর জেল কর্তৃপক্ষ কোনও রকম সহযোগিতা করেনি। পাল্টা জানিয়ে দিয়েছে অনুব্রত মণ্ডলের নিরাপত্তা দায়িত্ব নিতে নারাজ পুলিশ । চাইলে ইডি অনুব্রতর নিরাপত্তার দায়িত্ব নিতে পারে।

অন্যদিকে আসানসোল জেল কর্তৃপক্ষ সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী চেয়ে জেল কর্তৃপক্ষ আবেদন করেছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের কাছে। তাতে নাকি জেলা পুলিশ সাড়া দেয়নি। তবে জেলা পুলিুশ এই বিষয় মুখ খুলতে নারাজ।

শনিবারই কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে তদন্তের প্রয়োজনে অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারে ইডি। তাতে কোনও বাধা নেই। তবে হাসপাতাল ফিট সার্টিফিকেট দিলেই অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া যেতে পারে বলেও জানিয়েছিল আদালত। আসানসোল জেলা হাসপাতাল অনুব্রত মণ্ডলকে ফিট সার্টিফিকেটও দিয়েছিল। কিন্তু তারপরেও শুধুমাত্র নিরাপত্তার কারণে আটকে রয়েছে অনুব্রতর দিল্লি যাত্রা।

ইডি গরু পাচার কেলেঙ্কারিতে বেশ কয়েক মাস ধরেই অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চাইছিল। সেই কারণে দ্বারস্থ হয়েছিল আদালতের। কিন্তু দিল্লি যেতে নারাজ অনুব্রত, তাঁর আইনজীবীরাও আদালতে আবেদন জানায়। দীর্ঘ জটিলতা আর টানাপোড়েনের পর শনিবার কলকাতা হাইকোর্ট অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার ছাড়পত্র দিয়েছিল। তার আগেই দিল্লির আদালতও অনুব্রতকে দিল্লি নিয়ে আসার নির্দেশ দিয়েছিল। শনিবার একই মামলা দুই আদালতে দায়ের করার জন্য অনুব্রতকে ১ লক্ষ টাকা জরিমানা দেওয়ারও নির্দেশ দিয়েছিল আদালত।

আরও পড়ুনঃ

অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার ছাড়পত্র ইডি-কে, ১ লক্ষ টাকা জরিমানা ধার্য কলকাতা হাইকোর্টের

ভয়ঙ্কর ভূমিধসের ঘটনা ঘটতে পারে রুদ্রপ্রয়াগে, সতর্ক করল ইসরোর উপগ্রহ চিত্র

জামিন হল না মণীশ সিসোদিয়ার, আরও দুই দিনের সিবিআই হেফাজতের নির্দেশ প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীকে

PREV
click me!

Recommended Stories

রেকর্ডস্তরে পৌঁছে গেল বন্দরের নাব্যতা, বাড়বে রাজস্ব, খুশি পাইলট গিল্ড অ্যাসোসিয়েশন
উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত বঙ্গে, সকালে কুয়াশার সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া