আজ রাত থেকেই আলু ব্যবসায়ীদের ধর্মঘট, নতুন করে আলুর আকাল শুরুর আশঙ্কা রাজ্যে
আলু ব্যবসায়ীরা শনিবার রাত থেকে দ্বিতীয় দফায় কর্মবিরতিতে যাচ্ছে। প্রতিবেশী রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা কাটেনি বলেই ধর্মঘটের পথে যাচ্ছে বলে জানা গেছে। এর ফলে আবারও আলুর দাম বাড়তে পারে।
Saborni Mitra | Published : Aug 17, 2024 2:59 PM IST
আলুর দাম বাড়তে পারে
গত মাসেই আলু ব্যবসায়ীদের টানা কর্মবিরতের জন্যে রাজ্যে আলুর আকাল দেখা গিয়েছিল। আলুর দাম দ্রুত বাড়ছিল। এবার আবারও সেই পরিস্থিতি কি তৈরি হবে- আশঙ্কা বাড়ছে।
দ্বিতীয় দফায় কর্মবিরতির ডাক
আলু ব্যবসায়ীরা শনিবার রাত থেকে দ্বিতীয় দফায় কর্মবিরচতে যাচ্ছে। রাজ্যের সঙ্গে জটিলতা কাটেনি বলেই ধর্মঘটের পথে যাচ্ছে বলেও জানান হয়েছে।
প্রগতিশীল আলু ব্যবসায়ীদের অভিযোগ
প্রগতিশীল আলু ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতিবেশী রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে এখনও প্রশাসনিক জটিলতা কাটেনি। তাই শনিবার রাত থেকে নতুন করে শুরু হবে ধর্মঘট।
বন্ধ আলুর বাজার
ধর্মঘটের কারণে শনিবার রাত থেকেই রাজ্যের হিমঘর থেকে সংরক্ষিত আলু বাজারে পাঠান হবে না। রবিবার রাজ্যের বাজারগুলিতে আলু পাওয়া যাবে। কিন্তু সমস্যা না মিটলে সোমবার থেকেই আলুর আকাল শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।
ব্যবসায়ীদের অভিযোগ
প্রতিবছরই প্রতিবেশী রাজ্য আলুপাঠান হয়। কিন্তু এবার ভিন্রাজ্যে আলু পাঠাতে গেলে রাজ্যের সীমান্তে পুলিশের হয়রানির মুখে পড়তে হয় তাঁদের।
দাম বাড়তে পারে আলুর
আলু ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটের জেরে আবারও নুন করে দাম বাড়তে পারে আলুর। এখনই আলুর দার ৩০-৩৫ টাকা কিলো। সেই দামা বেড়ে ৪০ টাকা হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না খুচরো বিক্রেতারা।
আগে ২০ জুলাই ধর্মঘট
গত ২০ জুলাই থেকে পুলিশের হয়রানি বন্ধের দাবিতে রাজ্য জুড়ে ধর্মঘট শুরু করেন রাজ্যের আলু ব্যবসায়ীরা। টানা পাঁচ দিন ধরে চলেছিল ধর্মঘট।
দাম বেড়ছিল আলুর
সেই সময় রাজ্যের প্রায় প্রত্যেকটি বাজারে হুহু করে দাম বেড়েছিল আলুর। অনেক বাজারে আলু ছিল না।
নবান্নের হস্তক্ষেপ
সেই সময় আলি ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে পরিস্থিতি সামাল দেয় সরকার।
এক মাসের মধ্যেই সংকট
কিন্তু এক মাস যেতে না যেতে আবারও নতুন করে আলুর বাজারে সংকট তৈরি হওয়ার আশঙ্কা।