জোরকদমে চলছে ২১-এ জুলাইয়ের প্রস্তুতি! কেন গুরুত্বপূর্ণ এই বছরের সমাবেশ?
জোরকদমে চলছে ২১ জুলাইয়ের প্রস্তুতি। প্রতি বছরের মতোই ২১ জুলাইয়ের জন্য তৈরি হচ্ছে তৃণমূল। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ধর্মতলায় মঞ্চ তৈরির কাজ। এদিন ভিক্টোরিয়া হাউজের সামনে হাজির ছিলেন দলের সভাপতি সুব্রত বক্সি-সহ একাধিক তৃণমূল নেতা। মঞ্চ তৈরির কাজ ও অন্যান্য কাজ পর্যবেক্ষণের জন্যই এদিন উপস্থিত ছিলেন তাঁরা।
এদিন ধর্মতলায় মঞ্চ তৈরির কাজ-সহ, সমাবেশের বিভিন্ন প্রস্তুতি খতিয়ে দেখতে ভিক্টোরিয়া হাউজের সামনে হাজির ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী-সহ একাধিক নেতা৷ ছিলেন কলকাতা পুলিশের আধিকারিকরাও৷
প্রতিবারের মতোই এইবারও ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের সামনে ম়ঞ্চ হবে বলে জানা গিয়েছে। মূল মঞ্চ ছাড়াও পাশে আরও একটি মঞ্চ থাকবে বলে জানা গিয়েছে।
এই বছর মঞ্চ থেকে ২৬-এর বার্তা দেবেন মমতা বলে জানা গিয়েছে। এই বছর লোকসভায় জয়জয়কার তৃণমূলের ৪২ -এ ২৯ আসন পেয়েছে তৃণমূল। তাই এই বছর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ২১ জুলাই।