লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। নতুন সাংসদ হওয়া ব্যক্তিরা শপথ গ্রহণও করেছেন। কিন্তু সাধারণ মানুষ যে তিমিরে ছিলেন সেই তিমিরেই রয়ে গিয়েছেন। তাঁদের কোনও সুরাহা হচ্ছে না।
দক্ষিণবঙ্গে এখনও ভারী বৃষ্টি শুরু হয়নি। ঝড় বা অন্য কোনও প্রাকৃতিক বিপর্যয়েও চাষের ক্ষতি হয়নি। কিন্তু তা সত্ত্বেও লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই টানা চড়ছে সবজির দর। দাম কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। সব শাক-সবজির দামই অস্বাভাবিক বেশি। আলু, পেঁয়াজ, আদা, রসুন কিনতে গিয়েই বেশিরভাগ টাকা খরচ হয়ে যাচ্ছে। পটল, বেগুন, কুমড়ো, ঝিঙে, চিচিঙ্গে কিনতে গিয়ে বেশিরভাগ মানুষই থমকে যাচ্ছেন। বেগুন ১০০ টাকা কিলো এর আগে কোনওদিন হয়েছে কি না কেউই মনে করতে পারছেন না। এরপর বর্ষার ভারী বৃষ্টি শুরু হলে চাষের ক্ষতি হওয়ার কথা বলে শাক-সবজির দর আরও চড়বে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চ, টাস্ক ফোর্স কী করছে, সেই প্রশ্নও উঠছে।
কবে সক্রিয় হবে সরকার?
লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পর স্বাভাবিক সরকারি কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু বাজারে শাক-সবজির অস্বাভাবিক দর নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না। অতীতে দেখা গিয়েছে, শাক-সবজির দর বাড়লে বাজারে গিয়ে হুঁশিয়ারি দেন টাস্ক ফোর্সের সদস্যরা। কোনওদিন মজুতদারি ঠেকানো বা ফড়েদের দমন করার উদ্যোগ দেখা যায়নি। কিন্তু এবার বাজারেও টাস্ক ফোর্সের সদস্যদের দেখা যাচ্ছে না। টাস্ক ফোর্সের সদস্যরা যদিও দাবি করছেন, তাঁরা পরিস্থিতির উপর নজর রাখছেন এবং বাজারে যাবেন। কিন্তু এই নজরদারির কোনও বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না।
সুফল বাংলা স্টলেও সবজির দাম চড়া
সাধারণ মানুষকে কিছুটা রেহাই দেওয়ার জন্য সুফল বাংলা স্টলে সবজি বিক্রির ব্যবস্থা করেছে রাজ্য সরকার। কিন্তু এবার সুফল বাংলার স্টলেও সবজির দাম চড়া। ফলে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
অন্তসত্ত্বারা এই সবজি খেলে ভীষণ ক্ষতি হতে পারে! বিপদে পড়ার আগে অবশ্যই জেনে নিন
ডায়াবিটিস রোগীদের জন্য অমৃত এই সবজি! এর জল খেলেই উধাও হবে ব্লাড সুগার
প্রচণ্ড দাবদাহে সুস্থ থাকতে প্রতিদিন নিয়ম করে পাতে রাখুন এই সবজি, পাবেন ম্যাজিকের মত উপকার