বন্ধ হচ্ছে রাজ্যের একের পর এক কারখানা! ব্রিটানিয়ার পর তালা ঝুলল আরও এক জায়গায়, কর্মহীন ৪০০ শ্রমিক
রাজ্যে একের পর এক কারখানায় তালা পড়ছে। রাতারাতি কাজ হারাচ্ছেন শয়ে শয়ে শ্রমিক। সম্প্রতি বন্ধ হয়ে গিয়েছে তারাতলার ব্রিটানিয়ার কারখানা। এবার বন্ধ হয়ে গেল বর্ধমানের এক বেসরকারি কয়লা উত্তোলক সংস্থা। শ্রমিকদের বেতন বকেয়া রেখেই রাতারাতি বন্ধ হয়ে গেল খনি। রাতারাতি কর্মহীন কয়েকশো শ্রমিক। বন্ধ হয়ে গেল এরিয়ার মোহনপুর কোলিয়ারি। কয়লা উত্তোলন করার জন্য ওই বেসরকারি সংস্থাকে ঠিকা দেওয়া হয়েছিল ৩ বছর আগে। প্রায় ৪০০ শ্রমিক কাজ করত এই কোলিয়ারিতে। কয়লা উত্তোলক সংস্থাটি বন্ধ হয়ে যাওয়ায় রাতারাতি কাজ হারিয়েছেন তাঁরা।
শনিবার কাজে এসে হঠাৎ করেই কারখানা তালা বন্ধ দেখেন শ্রমীকরা। নেই কয়লা কাটার যন্ত্রপাতি, গাড়ি। কারখানায় উপস্থিত ছিলেন না কোনও স্থায়ী কর্মী। সংস্থার আধিকারিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও লাভ হয়নি। পরে কারখানা বন্ধ হয়ে গিয়েছে আন্দাজ করতে পেরে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকেরা।
এরপর ঘটনাস্থলে পৌঁছয় ইসিএল কর্তৃপক্ষের একটি দল। তবে তারাও সালানপুর এলাকার জিএম-এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কোনও লাভ হয়নি। প্রায় তিন মাসের বেশি সময় ধরে টাকা বকেয়া রয়েছে শ্রমিকদের তার মধ্যে রাতারাতি কারখানা বন্ধ হয়ে যাওয়ায় মাতায় হাত পড়েছে শ্রমিকদের।