এসএসসির পরে এবার ২০১৪ প্রাথমিক টেট নিয়ে দ্বন্দ্ব! তবে কি চাকরি যেতে পারে প্রাথমিক শিক্ষকদেরও?

Published : May 01, 2024, 10:48 AM IST
Primary teacher recruitment panel may be canceled

সংক্ষিপ্ত

২০১৪ সালের প্রাথমিক টেট নিয়েও দ্বন্দ্বে সিবিআই! তবে কি চাকরি বাতিল হতে পারে প্রাথমিক শিক্ষকদেরও?

ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে SSC ২০১৬-এর গোটা প্যানেল। রাতারাতি চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক। এরপর ২০১৪ সালের প্রাথমিক টেট নিয়েও দ্বন্দ্বে সিবিআই। এই নিয়োগেও বেনিয়ম রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ২০১৪ সালের প্রাথমিক টেট সংক্রান্ত একাধিক তথ্য তুলে দিল সিবিআই। এই লিস্টে নকল ওয়েবসাইট তৈরি করা থেকে শুরু করে, ফেল করাদের পাশ করিয়ে নিয়োগ-সহ একাধিক অভিযোগ সামনে এসেছে। অকৃতকার্য পরীক্ষার্থীদের নিয়োগ করা হয়েছে বলেও দাবি। অভিযোগের ভিত্তিতে এই সমস্ত বিষয়ে তদন্ত করে আদালতে তথ্য জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

১৪ সালের টেট মামলায় আরও প্রার্থী মামলায় যুক্ত হওয়ার আবেদন জানান। সকলকে মামলায় যুক্ত হওয়ার অনুমতি দিয়েছে আদালত। বিচারপতির নির্দেশ, মামলার পরবর্তী শুনানির আগে সব পক্ষকে হলফনামা জমা করতে হবে। আট সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের টেট পরীক্ষার উপর ভিত্তি করে চার দফায় যে প্রায় ৭০ হাজার শিক্ষক প্রাথমিক নিয়োগ হয়েছে। এদিন হাইকোর্টের পর্যবেক্ষণের পর তাদের সকলের ভবিষ্যত অনিশ্চিত হবে বলেই আশঙ্কা আইনজীবী মহলের অধিকাংশের।

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
রাত বাড়তেই স্বাভাবিকের নীচে নামল পারদ, বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? রইল বিরাট আপডেট