Padma Awards 2026: পদ্মশ্রী পেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাংলা থেকে আর কে কে জানুন

Published : Jan 25, 2026, 06:38 PM ISTUpdated : Jan 25, 2026, 06:50 PM IST
Prosenjit Chatterjee

সংক্ষিপ্ত

এ বছরের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। রবিবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। এবছর মোট ১৩১ জন পদ্ম পুরস্কার পাচ্ছেন।

এ বছরের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। রবিবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। এবছর মোট ১৩১ জন পদ্ম পুরস্কার পাচ্ছেন। ৫ জন পদ্মবিভূষণ, ১৩ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। বাংলা থেকে মোট ১১ জন ওই তালিকায় রয়েছেন। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার। সিনেমায় বিশেষ অবদানের জন্যই তিনি এই পুরস্কার পাচ্ছেন। এছাড়াও বাংলা থেকে পদ্মশ্রী পাচ্ছেন শ্রী অশোক কুমার হালদার (সাহিত্য ও শিক্ষা), শ্রী গম্ভীর সিং ইয়োনজোন (সাহিত্য ও শিক্ষা), শ্রী হরি মাধব মুখোপাধ্যায় (শিল্প-মরণোত্তর), শ্রী জ্যোতিষ দেবনাথ (শিল্পকলা), শ্রী কুমার বোস (শিল্পকলা), শ্রী মহেন্দ্র নাথ রায় (সাহিত্য ও শিক্ষা), শ্রী রবিলাল টুডু (সাহিত্য ও শিক্ষা), শ্রী সরোজ মণ্ডল (চিকিৎসা বিজ্ঞান), শ্রী তরুণ ভট্টাচার্য (শিল্প), শ্রী তৃপ্তি মুখোপাধ্যায় (শিল্পকলা)।

পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্তদের মধ্যে রয়েছেন অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওল (মরণোত্তর), কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি এস অচ্যুতানন্দন (মরণোত্তর), ধ্রুপদী বেহালা বাদক এন রাজম, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কে টি থমাস এবং বিশিষ্ট লেখক পি নারায়ণন। সর্বোচ্চ অসামরিক পুরস্কার বিভাগটি ব্যতিক্রমী এবং বিশিষ্ট পরিষেবার স্বীকৃতি দেয়।

পদ্মভূষণ তালিকায় বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্বের নাম রয়েছে, যার মধ্যে রয়েছেন গায়িকা অলকা ইয়াগনিক, অভিনেতা মামুট্টি, শিল্পপতি উদয় কোটাক, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগৎ সিং কোশিয়ারি, বিজ্ঞাপনের অভিজ্ঞ পীযূষ পান্ডে (মরণোত্তর), সমাজসেবক ভেল্লাপ্পালি নাটেসান এবং টেনিস আইকন বিজয় অমৃতরাজ। এই বিভাগে উচ্চমানের বিশিষ্ট সেবাকে সম্মানিত করা হয়।

২০২৬ সালের পদ্মশ্রী তালিকায় রয়েছেন খেলাধুলো, শিল্পকলা, বিজ্ঞান, চিকিৎসা এবং সমাজকর্ম ক্ষেত্রে বিশিষ্টরা। ক্রিকেটার রোহিত শর্মা পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন, মহিলা হকি খেলোয়াড় সবিতা পুনিয়া এবং কুস্তিগীর হরমনপ্রীত কৌর ভুল্লারও এই সম্মান পেয়েছেন।

পদ্ম পুরষ্কারগুলি প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঘোষণা করা হয় এবং রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত একটি জমকালো অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি পুরস্কার ও সম্মাননা প্রাপকদের হাতে তুলে দেন সাধারণত মার্চ বা এপ্রিল মাসে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কী ফাঁস করবেন অভিজিৎ গাঙ্গুলি? চাঞ্চল্যকর ইঙ্গিত শুভেন্দুর! কী বললেন? | Suvendu Adhikari | BJP News
কী ফাঁস করবেন অভিজিৎ গাঙ্গুলি? চাঞ্চল্যকর ইঙ্গিত শুভেন্দুর! কী বললেন? দেখুন