স্কুলের মিড ডে মিল নিয়ে দুর্নীতির প্রতিবাদ! প্রধান শিক্ষকের হুমকিতে আত্মঘাতী ছাত্র, বিক্ষোভ গ্রামবাসীদের

Published : Oct 18, 2024, 02:52 PM ISTUpdated : Oct 18, 2024, 03:25 PM IST
Mid day meal Yojana

সংক্ষিপ্ত

স্কুলের মিড ডে মিল সহ একাধিক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল ঐ দুই ছাত্র। 

স্কুলের মিড ডে মিল সহ একাধিক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল ঐ দুই ছাত্র। তারপরেই তাদের উপর নেমে আসে হুমকি। 

ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোল ব্লকের ধরণী ভুবন শশী বিদ্যাপীঠ হাইস্কুলে। জানা যাচ্ছে, স্কুলের মিড ডে মিল সহ একাধিক দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল ক্লাস টুয়েলভের দুই ছাত্র। আর তারপরেই ঐ দুই ছাত্রকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সেই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এমনকি, তাদের পুলিশে ধরিয়ে দেওয়ারও ভয় দেখানো হয় বলে অভিযোগ সামনে আসছে। এই ঘটনার পর আত্মঘাতী হয় এক ছাত্র। আরেকজন ভিন রাজ্যে পালিয়ে যায় বলে খবর পাওয়া যাচ্ছে। 

এদিকে বৃহস্পতিবার, এই ঘটনাটি জানাজানি হতেই গাজোল ব্লকের ধরণী ভুবন শশী বিদ্যাপীঠ হাইস্কুলের বাইরে তুমুল বিক্ষোভ শুরু হয়ে যায়। ঐ দুই ছাত্রের পরিবার সহ এলাকার গ্রামবাসীরা কার্যত প্রতীবাদে ফেটে পড়েন। এরপর ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী। পুলিশের সামনেই স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতারের দাবি জানাতে থাকেন আন্দোলনকারীরা। 

শুধু তাই নয়, প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। সেইসঙ্গে, মৃত ছাত্রের পরিবার অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় একতি লিখিত অভিযোগও দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ধরণী ভুবন শশী বিদ্যাপীঠ হাইস্কুলের দুই ছাত্র প্রদীপ মার্ডি এবং প্রসূন দেব সরকার, মিড ডে মিল সহ স্কুলের একাধিক দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিল। তাদের দুজনের বয়সই ১৮ বছর। আর তার জেরেই প্রধান শিক্ষককের রাগ ছিল তাদের উপর।

এমনকি, সেই দুই ছাত্রকে জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি তো দেওয়া হতই, সেইসঙ্গে উচ্চমাধ্যমিকে বসার জন্য রেজিস্ট্রেশন ফর্ম ফিলাপও ঐ প্রধান শিক্ষক বন্ধ করে দেন বলে অভিযোগ।

আর তার জেরেই এই ঘটনা। কার্যত, স্কুলের বাইরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন তারা। তাদের একটাই দাবি, দোষীর শাস্তি চাই। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

মাঝ ডিসেম্বরেই জাঁকিয়ে ঠান্ডা, আর কতটা নামবে পারদ? রইল আবহাওয়ার বিরাট আপডেট
শীতে স্পা-এর ভিতরে চলছিল ওইসব! পুলিশি অভিযানে উদ্ধার এক 'নিখোঁজ' নাবালিকা, দেখুন