মহালয়াতেও পথে নামছেন সাধারণ মানুষ! 'উৎসবেও' জারি থাকবে প্রতিবাদ
আরজিকর নিয়ে তোলপাড় দেশ। আন্দোলনের রেশ এখনও থামেনি। আন্দোলন থামবে না মহালয়ার দিনও।
27
মহালয়াতেও পথে নামছেন সাধারণ মানুষ! 'উৎসবেও' জারি থাকবে প্রতিবাদ
মহালয়ার দিন হবে মহা মিছিল। এই দিন থাকবে মহা সমাবেশও। অর্থাৎ উৎসব এলেও থামবে না প্রতিবাদ।
37
মহালয়াতেও পথে নামছেন সাধারণ মানুষ! 'উৎসবেও' জারি থাকবে প্রতিবাদ
এদিন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে একটি কনভেনশনের আয়োজন করা হয়। এই কনভনশনে আমন্ত্রিত ছিলেন রিকশা চালকেরাও।
47
মহালয়াতেও পথে নামছেন সাধারণ মানুষ! 'উৎসবেও' জারি থাকবে প্রতিবাদমহালয়াতেও পথে নামছেন সাধারণ মানুষ! 'উৎসবেও' জারি থাকবে প্রতিবাদ
এই কনভেনশনেই মহালয়ার দিন মহা মিছিলের আয়োজন করা হয়েছে। এইদিনই হবে মহা সমাবেশ।
57
মহালয়াতেও পথে নামছেন সাধারণ মানুষ! 'উৎসবেও' জারি থাকবে প্রতিবাদ
স্বাধীনতার আগের দিন রাত দখল করেছিলেন নারীরা। এবার ফের মহালয়ার দিন ন্যায় চেয়ে পথে নামছেন টলি পাড়ার একাংশও।
67
মহালয়াতেও পথে নামছেন সাধারণ মানুষ! 'উৎসবেও' জারি থাকবে প্রতিবাদ
তাই মহালয়ার আগের রাতেও রাত দখলের ডাক রয়েছে শহর জুড়ে। এই ডাকা সাড়া দিয়েছেন শ্রীলেখা মিত্র রুদ্রনীল ঘোষ, পায়েল সরকার, কৌশানী-সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা।
77
মহালয়াতেও পথে নামছেন সাধারণ মানুষ! 'উৎসবেও' জারি থাকবে প্রতিবাদ
সব মিলিয়ে দেবী পক্ষের সূচনার আগেই উৎসব এলেও প্রতিবাদ ভুলতে চাইছে না বাংলার মানুষ।