আজও আকাশ অন্ধকার! পরপর দু'টি সাইক্লোনিক সারকুলেশন? ফের জারি হলুদ সতর্কতা

আজও আকাশ অন্ধকার! পরপর দু'টি সাইক্লোনিক সারকুলেশন? ফের জারি হলুদ সতর্কতা

Anulekha Kar | Published : Sep 28, 2024 3:01 AM IST

17
পরপর দু'টি সাইক্লোনিক সারকুলেশন?

পরপর দুটি সাইক্লোনিক সার্কুলেশন এবং এখনও অ্যাক্টিভ একটি মৌসুমি অক্ষরেখা তাই এখনই বৃষ্টি কমবে না রাজ্য জুড়ে।

27
পরপর দু'টি সাইক্লোনিক সারকুলেশন?

তবে শনি-রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বেশ খানিকটা কমবে বলে জানা গিয়েছে।

37
পরপর দু'টি সাইক্লোনিক সারকুলেশন?

কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে এলেও আগামী ২৪ ঘণ্টায় জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট।

47
পরপর দু'টি সাইক্লোনিক সারকুলেশন?

উত্তরবঙ্গের অবস্থাও খানিক একই রকম। জারি থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। উত্তরের সমস্ত জেলায় আগামী ২৪ ঘণ্টায় তুমুল বৃষ্টিপাতের আশঙ্কা।

57
পরপর দু'টি সাইক্লোনিক সারকুলেশন?

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

67
পরপর দু'টি সাইক্লোনিক সারকুলেশন?

ঘুর্ণাবর্তটি মহারাষ্ট্র থেকে বিস্তৃত রয়েছে। এ ছাড়া অসমেও রয়েছে একটি সাইক্লোনিক সারকুলেশন।

77
পরপর দু'টি সাইক্লোনিক সারকুলেশন?

শনিবার সকাল থেকেই আকাশ অন্ধকার। আজও রেহাই নেই বৃষ্টিপাত থেকে। কলকাতায় প্রায় সারাদিনই রোদের উঁকি না মিলতে পারে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos