এনুমারেশন ফর্মে পুরুষের জায়গায় মহিলার ছবি, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় ভুগছেন অশোক

Published : Nov 13, 2025, 02:07 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

WB Sir Update News: এসআইআর আবহে এবার এনুমারেশন ফর্মে ভুল ছবি। তীব্র আতঙ্ক ছড়ালো পূর্ব মেদিনীপুরে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

WB Sir Update News: রাজ্যে এই প্রথম SIR ফর্মে ছেলের ছবির জায়গায় মহিলার ছবি! কোলাঘাটে SIR আতঙ্ক ছবি ভুল নিয়ে ওই ব্যক্তি। SIR আতঙ্ক এখন গোটা রাজ্যজুড়ে। নির্বাচনের আগে এই কাজ শেষ করতে তৎপর নির্বাচন কমিশন। বি এলও-দের প্রশিক্ষণ দিয়ে জোরকদমে কাজ করানো হচ্ছে, ইতিমধ্যেই ফর্ম বিলি সঙ্গে সঙ্গে চলছে ফর্ম ফিলাপ, ফর্ম গ্ৰহণ ও অনলাইনে আপলোড করার কাজও। রাজ্যে একাধিক রাজনৈতিন দলের তরফে ক্যাম্প করে চলছে ফর্ম পূরণ করে দেওয়ার কর্মসূচি ।তবে এই নিয়ে আতঙ্কের শেষ নেই গোটা রাজ্য জুড়ে, শুধু তাই নয় মৃত্যু পর্যন্ত হয়েছে বলে খবর এই আতঙ্কে।

কী অভিযোগ উঠেছে?

তবে এবার বিএলও কর্তৃক SIR ফর্ম বিলি করা ছবি সংক্রান্ত ভুল নিয়ে আতঙ্ক ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের খন্যাডিহি গ্রাম পঞ্চায়েত এলাকায় রামচন্দ্রপুর দক্ষিন পাড়া বুথে। জানা গিয়েছে, ফর্ম হাতে পাওয়ার পর ওই ব্যক্তি দেখতে পান নাম ঠিক রয়েছে উক্ত ব্যক্তির, কিন্তু পুরুষ ভোটারের নামের ফর্ম এ ছবি রয়েছে মহিলা ভোটারের।এই নিয়ে ভয়ে দিন কাটাচ্ছেন ওই ব্যক্তি সহ পরিবারের সবাই ।

জানা গিয়েছে, এই পঞ্চায়েত এর ৩৭ নম্বর বুথের অশোক ঘাঁটা নামে এক ব্যক্তির ফর্মে এক মহিলার ছবি এসেছে ,তবে ওই মহিলা ওই পরিবারের কেউ নয় বলেই জানা গিয়েছে। তবে এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন সব রাজনৈতিক দলের নেতারা।

২৩ বছর অন্তর অন্তর এই SIR কর্মসূচি করে । এই ধরনের ভুল সংশোধন করা উচিত বলে এক বিজেপি নেতার দাবি ।তবে তিনি ও এই ধরনের অবাঞ্ছিত ভুল কে মেনে নিতে নারাজ,তিনিও কমিশনের প্রতি ক্ষোভ প্রকাশ করে পরবর্তী সময়ে যাতে এই ভুল না হয় ,যাতে সাধারণ মানুষদের ভোগান্তি পোহাতে না হয় ,সে বিষয়ে তৎপর থাকতে বলেছেন।

জাহাঙ্গীর বাদশা।। কোলাঘাট।। পূর্ব মেদিনীপুর। রাজ্যে এই প্রথম SIR ফর্মে ছেলের ছবির জায়গায় মহিলার ছবি।।কোলাঘাটে S I R আতঙ্ক ছবি ভুল নিয়ে ওই ব্যক্তি SIR আতঙ্ক এখন গোটা রাজ্য জুড়ে, নির্বাচনের আগে এই কাজ শেষ করতে তৎপর নির্বাচন কমিশন। বিএলও-দের প্রশিক্ষণ দিয়ে জোরকদমে কাজ করানো হচ্ছে। ইতিমধ্যেই ফর্ম বিলি সঙ্গে সঙ্গে চলছে ফর্ম ফিলাপ। ফর্ম গ্ৰহণ ও অনলাইনে আপলোড করার কাজও।

রাজ্যে একাধিক রাজনৈতিন দলের তরফে ক্যাম্প করে চলছে ফ্রম পূরণ করে দেওয়ার কর্মসূচি ।তবে এই নিয়ে আতঙ্কের শেষ নেই গোটা রাজ্য জুড়ে, শুধু তাই নয় মৃত্যু পর্যন্ত হয়েছে বলে খবর এই আতঙ্কে। তবে এবার বি এল ও কর্তৃক SIR ফর্ম বিলি করা ছবি সংক্রান্ত ভুল নিয়ে আতঙ্ক ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের খন্যাডিহি গ্রাম পঞ্চায়েত এলাকায় রামচন্দ্রপুর দক্ষিন পাড়া বুথে।

জানা গিয়েছে, ফর্ম হাতে পাওয়ার পর ওই ব্যক্তি দেখতে পান নাম ঠিক রয়েছে উক্ত ব্যক্তির, কিন্তু পুরুষ ভোটারের নামের ফর্ম এ ছবি রয়েছে মহিলা ভোটারের।এই নিয়ে ভয়ে দিন কাটাচ্ছেন ওই ব্যক্তি সহ পরিবারের সবাই । জানা গিয়েছে,এই পঞ্চায়েত এর ৩৭ নম্বর বুথের অশোক ঘাঁটা নামে এক ব্যক্তির ফর্মে এক মহিলার ছবি এসেছে ,তবে ওই মহিলা ওই পরিবারের কেউ নয় বলেই জানা গিয়েছে।

তবে এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন সব রাজনৈতিক দলের নেতারা। ২৩ বছর অন্তর অন্তর এই SI R কর্মসূচি করে ,এই ধরনের ভুল সংশোধন করা উচিত বলে এক বিজেপি নেতার দাবি ।তবে তিনি ও এই ধরনের অবাঞ্ছিত ভুল কে মেনে নিতে নারাজ,তিনিও কমিশনের প্রতি ক্ষোভ প্রকাশ করে পরবর্তী সময়ে যাতে এই ভুল না হয় ,যাতে সাধারণ মানুষদের ভোগান্তি পোহাতে না হয় ,সে বিষয়ে তৎপর থাকতে বলেছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

অষ্টম পে কমিশনের মাঝে নয়া চমক, DA বাড়ছে সরকারি কর্মীদের, এক ক্লিকে জেনে নিন বিস্তারিত
Humayun Kabir : 'মুর্শিদাবাদে বাবরি মসজিদ হবেই, হিম্মত দেখব আমায় কে আটকায়' শিলান্যাসের পরেই হুঙ্কার হুমায়ুনের