গভীর নিম্নচাপের দরুণ আকাশ ভাঙা বৃষ্টি! শুক্রবার থেকে কতটা বদলাতে পারে আবহাওয়া?
সপ্তাহান্তে ঝাঁপিয়ে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে। আজ শুক্রবার প্রবল নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।
এই নিম্নচাপের প্রভাবেই প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে শনি ও রবিবারে।
যদিও এর আগেও বৃষ্টির সতর্কতা থাকলেও ছিটেফোঁটাও দেখা যায়নি বৃষ্টিপাত। তবে এই নিন্মচাপের দরুণ একটু বৃষ্টির মুখ দেখতে পারে বাংলার মানুষ।
সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
আগামী রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড রেইন-এর পূর্বাভাস রয়েছে।
ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের সবক'টি জেলায়। ৭ জেলায় হতে পারে অতিভারী বৃষ্টি।
সারা সপ্তাহে সামান্য বৃষ্টি না হলেও শুক্রবার বিকেল থেকে অবশ্যই বৃষ্টিপাত দেখা দেবে। শনি ও রবিবারে বাড়বে বৃষ্টির পরিমাণ।
তবে গরমের অস্বস্তি আগের মতোই বহাল থাকবে। বৃষ্টিপাত হলেও এখনই কমবে না তাপমাত্রা।