বৃষ্টির তেমন দেখা নেই! অন্যদিকে ফের গরমের দাপট বাড়বে দক্ষিণবঙ্গে, কতদিনে স্বস্তি পাবে মানুষ?
বর্ষাকালেও খুব একটা বৃষ্টি হল না। অন্যদিকে গরমের দাপট কমছেই না। তবে কী এই রকমই অস্বস্তিকর আবহাওয়া থাকবে আরও বেশ কয়েকদিন?
সামান্য বৃষ্টিপাত নামতে বেশ খুশি হয়েছিল দক্ষিণবঙ্গের মানুষ। বেশ কিছুটা রেহাই পেয়েছিল দাবদাহ থেকে।
কয়েকদিন ধরে পারদ ওঠা নামা করছে দক্ষিণের জেলায় জেলায়।
এবার আরও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা আছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
যদিও শনি ও রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কিন্তু পাশাপাশি গরম কমছে এখনই।
আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা দেবে। বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণের জেলাগুলিতে। তবে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই।
টানা ঝড় একেবারেই দেখা দেবে না দক্ষিণবঙ্গে । তাপমাত্রা কমলেও ফের চড়বে পারদ।
তবে প্রবল বৃষ্টির হাত থেকে বাঁচবে উত্তরবঙ্গে। হালকা বৃষ্টিপাত দেখা যাবে আরও বেশ কয়েকদিন।