হাওয়া অফিস সূত্রে খবর, বর্ষা বিদায়ের প্রক্রিয়া থমকে গিয়েছিল পশ্চিম ভারতে। রাজস্থান, পঞ্জাব থেকে কিছুটা হয়েছিল। আরব সাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ, পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই প্রক্রিয়া থেমে গিয়েছে।
জানা গিয়েছে, বঙ্গ থেকে ১০ অক্টোবর বর্ষা বিদায় নেওয়ার দিন। এবার ওই তারিখে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা কম। কারণ আগামী তিন দিন রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কোথাও হতে পারে হালকা বৃষ্টি।