উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি বুধেও, দক্ষিণে কদিন থাকবে বর্ষা? প্রকাশ্যে এল নয়া আপডেট

Published : Oct 08, 2025, 06:54 AM IST

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। পশ্চিম ভারতে প্রাকৃতিক কারণে বর্ষা বিদায়ের প্রক্রিয়া থমকে যাওয়ায়, বাংলা থেকে বর্ষা বিদায় নিতে এ বছর দেরি হতে পারে। জেনে নিন বিস্তারিত। 

PREV
15

পুজোর আগে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টিতে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। সপ্তাহান্তে ভারী বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরবঙ্গও। এবার আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল আলিপুর হাওয়া অফিস। জানিয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির কথা।

25

সূত্রের খবর, আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র। তবে বিক্ষিপ্ত ভাবে। তবে, জেলায় সর্বত্র হবে না। বঙ্গবাসীর মনে প্রশ্ন, রাজ্য থেকে কবে এবছরের মতো বিদায় নেবে বর্ষা? হাওয়া অফিস বলছে, বিভিন্ন প্রাকৃতিক কারণে পশ্চিত ভারতে বর্ষা বিদায়ের প্রক্রিয়া থমকে গেলেও তা আবার হচ্ছে।

35

হাওয়া অফিস সূত্রে খবর, বর্ষা বিদায়ের প্রক্রিয়া থমকে গিয়েছিল পশ্চিম ভারতে। রাজস্থান, পঞ্জাব থেকে কিছুটা হয়েছিল। আরব সাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ, পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই প্রক্রিয়া থেমে গিয়েছে।

জানা গিয়েছে, বঙ্গ থেকে ১০ অক্টোবর বর্ষা বিদায় নেওয়ার দিন। এবার ওই তারিখে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা কম। কারণ আগামী তিন দিন রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কোথাও হতে পারে হালকা বৃষ্টি।

45

বুধবার উত্তরবঙ্গের আট জেলাতে হতে পারে বৃষ্টি। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বৃ্ষ্টির সম্ভাবনা নেই। তবে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে হাওয়া। হলুদ সতর্কতা জারি আছে এই তিন জেলায়।

55

আজ বুধবার কলকাতা সহ দক্ষিের সহ জেলায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। আজ হুগলি, উত্তর ও দক্ষিণ ২৩ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় হতে পারে বৃষ্টি। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি।

Read more Photos on
click me!

Recommended Stories