Weather News: আজ থেকেই সারা বাংলায় বৃষ্টি, অস্বস্তিকর গরম থেকে কি এখনই স্বস্তি মিলবে?

এক ধাক্কায় অনেকখানি নেমে গেছে রাতের তাপমাত্রা। টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

সমস্ত জেলায় বৃষ্টি না হলেও বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলির আকাশ সন্ধের পর থেকেই মেঘলা থাকছে। দিনের বেলা প্যাচপ্যাচে গরমে মানুষকে নাজেহাল হতে হলেও রাতের তাপমাত্রা নেমে যাচ্ছে স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি নীচে। বঙ্গে আপাতত তাপপ্রবাহের ভ্রুকুটি নেই। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, একটানা কয়েকদিন ধরে বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ, উভয় বঙ্গেই।

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, এক ধাক্কায় অনেকখানি নেমে গেছে কলকাতার রাতের তাপমাত্রা। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে প্রায় ২২ ডিগ্রির কাছাকাছি, স্বাভাবিকের থেকে যা প্রায় ৫ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের থেকে যা প্রায় ১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে টানা বৃষ্টি চলবে দক্ষিণ বঙ্গে।

Latest Videos

উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলী, নদিয়া, কলকাতা, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সঙ্গে বাজ পড়ারও আশঙ্কা রয়েছে। বুধবারের পর এই বৃষ্টি বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবারেও অব্যাহত থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তাপমাত্রা আপাতত ৪-৫ দিন ধরে একই রকম থাকবে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গে দার্জিলিং জেলায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের থেকে যা প্রায় ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াস, সেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলাতে তুলনামূলকভাবে বৃষ্টি কিছুটা কম হতে পারে। এই বৃষ্টিও উত্তরের প্রত্যেকটি জেলাতে রবিবার পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-

মে মাসে কোন শহরে ঊর্ধ্বমুখী হল জ্বালানির দাম? দেখে নিন বুধবারের পেট্রোল-দর
Gold Silver Price: বুধবার কত হল সোনা-রুপোর দর? জেনে নিন আজকের লেটেস্ট আপডেট

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত মেসেজ লুকিয়ে রাখতে চান? মেটা নিয়ে এল একটি দুর্দান্ত ফিচার

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল