আগামী ২ ঘণ্টার মধ্যে আসছে তোলপাড় করা বৃষ্টি! বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, বিপদে পড়বে কোন কোন জেলা? সাবধান করল হাওয়া অফিস
আগামী ২ ঘণ্টার মধ্যে ঝাপিয়ে আসছে বৃষ্টিপাত। ভয়ঙ্কর ভাবে ভিজবে বাংলা। আগামী ২ দিন মারাত্মক বৃষ্টিপাতের পূর্বাভাস পশ্চিমবঙ্গে।
শনি ও রবিবার সমুদ্রে যেতে বারণ করেছে মৎসজীবীদের। এই ২ দিন দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপ বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের সৃষ্টি করেছে। ফলে উপকূলবর্তী জেলাগুলিতে মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা।
শনিবার থেকেই দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় ভয়াবহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে জেলায় জেলায়।আগামী এক থেকে ২ ঘণ্টায় ভয়াবহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে জেলায় জেলায়।
আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। জল জমে গিয়েছে কলকাতা ও দুই ২৪ পরগনার বিভিন্ন এলাকায়। ২ ঘণ্টার মধ্যে আরও প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
বজ্র বিদ্যুৎ-সহ ব্যাপক হারে বৃষ্টি হতে পারে নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপু্র উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।