- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: তৈরি হয়েছে নিম্নচাপ, কিছুক্ষণের মধ্যে বইবে ঝোড়ো হাওয়া, রইল আবহাওয়ার আপডেট
Weather Update: তৈরি হয়েছে নিম্নচাপ, কিছুক্ষণের মধ্যে বইবে ঝোড়ো হাওয়া, রইল আবহাওয়ার আপডেট
পশ্চিমবঙ্গে নিম্নচাপের জেরে বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টি কমবে।

সকাল থেকে চলছে বৃষ্টি। কোথাওয় ভারী বৃষ্টি তো কোথাও চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। জেনে নিন এই বৃষ্টি চলবে আর কত দিন।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপ ক্রমণ সরবে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে।
আজ সোমবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের এবং মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে আজ, সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে প্রবল। ভারী বৃষ্টি হতে পারে উপকূল ও পশ্চিমের জেলাগুলোতে। দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে প্রবল।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মূলত মেঘলা আকাশ থাকবে। কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
আজ ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘন্টা গতিবেগে বইবে দমকা হাওয়া। তেমনই মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি হবে।
বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে বিভিন্ন জেলাতে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে।
আজ গোটা দিন জুড়ে চলবে বৃষ্টি। আজ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গেও হবে বৃষ্টি। আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। আজ উত্তরবঙ্গের কিছু জেলাতে হালকা ও মাঝারি বৃষ্টি হবে।
আজ সারাদিন চলবে বৃষ্টি। সেকারণে গরম থাকবে কম। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি।

