বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা,হতে পারে শিলাবৃষ্টি, রইল কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলোর আবহাওয়ার আপডেট

Published : Mar 20, 2025, 06:45 AM IST

গরমের দাপট বাড়লেও, আবহাওয়া দফতর জানাচ্ছে আজ বিকেল বা রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণের জেলাগুলোতে ২০ থেকে ২২ মার্চ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে কিছু জেলায়।

PREV
110

ক্রমে বাড়ছে গরমের দাপট। মার্চের মাঝামাঝি সময় থেকেই নাভিশ্বাস উঠছে সকলেরই।

210

গরমের দাপট বেড়েছে দক্ষিণের জেলাগুলোতে। মার্চের এই আবহাওয়ার কারণে চিন্তার ভাজ রাজ্যবাসীর কপালে।

410

আজ বৃহস্পতিবার বিকেল বা রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এমনই জানাল আবহাওয়া দফতর।

510

তাপমাত্রার পরিবর্তন হচ্ছে ক্রমশ। এক ঝটকায় অনেকখানি বদলাবে আবহাওয়া। বৃষ্টি হলেও থাকবে ভ্যাপসা গরম।

610

জারি আছে সতর্কতা। তাপপ্রবাহের সম্ভাবনা আছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পুরুলিয়ায় থাকবে গরম।

710

আজ থেকে দক্ষিণের বেশিরভাগ জেলাতেই হবে বৃষ্টি।

810

২০, ২১, ২২ মার্চ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে সর্বত্র।

910

আজ শহরের তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আজ থাকবে মেঘলা আকাশ।

1010

তেমনই আজ কালবৈশাখীর সম্ভাবনা আছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলিতে।

click me!

Recommended Stories