- Home
- West Bengal
- West Bengal News
- মার্চেই ৪০ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা! বাংলার আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস
মার্চেই ৪০ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা! বাংলার আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস
মার্চ মাসেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। ১৯ থেকে ২৩শে মার্চের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে মার্চ পড়তে না পড়তেই শুরু হয়ে গিয়েছে মারাত্মক গরম, সঙ্গে চড়ছে পারদ।
মার্চেই যদি এই অবস্থা হয়, এপ্রিল, মে-তে কী হবে ভেবে চিন্তায় পড়েছেন অনেকে। এই আবহে বড় পূর্বাভাস দিল হাওয়া অফিস।
আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিন্ম তাপমাত্রা ৩৬ ডিগ্রী থেকে ২৬ ডিগ্রী সেন্টিগ্রেট-এর মধ্যে থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। মূলত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে (Weather Update)।
পাশাপাশি পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
যে সকল পশ্চিমী জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে সেগুলি হল পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা।
দক্ষিণবঙ্গের আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
আগামী ১৯ থেকে ২৩ শে মার্চ পর্যন্ত সময়সীমার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গা, যার মধ্যে বাঁকুড়া, নদীয়া, পুরুলিয়া, বীরভূন, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, হুগলী, হাওড়া সহ দুই ২৪ পরগণা এবং কলকাতায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

