বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শুরু পাহাড় নয়। তরাই আর ডুয়ার্সও তিস্তা-তোর্সার জলে ভাসছে। সব থেকে খারাপ অবস্থা জলপাইগুড়ি। কোচবিহারেও ভানভাসি। জলপাইগুড়ির নাগেরকাটা, গয়েরকাটা এলাকায় ফুঁসছে তিস্তা আর তোর্সা। বানভাসি বিস্তীর্ণ এলাকা। জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে নদীর জল। ভাসিয়ে নিয়ে গেছে চাষের জমি, ঘরবাড়ি। অনেকেই সব হারিয়ে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে।