প্রকৃতির রোষে বিপর্যস্ত দার্জিলিং-জলপাইগুড়ি, ভূমিধস আর নদীর জলে নাকাল মানুষ ও বন্যপ্রাণী

Published : Oct 05, 2025, 03:27 PM IST

মাত্র এক রাতের বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং। তিন পাহাড়ের অবস্থা শোচনীয়। প্রাকৃতিক তাণ্ডবে বাড়ছে মৃতের সংখ্যা। 

PREV
15
বিপর্যস্ত পাহাড়

মাত্র এক রাতের বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং। তিন পাহাড়ের অবস্থা শোচনীয়। প্রাকৃতিক তাণ্ডবে বাড়ছে মৃতের সংখ্যা। স্থানীয় প্রহশাসন সূত্রের খবর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭। সবথেকে খারাপ অবস্থা মিরিকের।

25
যোগাযোগ বিচ্ছিন্ন

দার্জিলিং-সহ একাধিক এলাকায় প্রবল ধসের নেমেছে। একাধিক জাতীয় সড়কে ব্যহত হয়েছে যান চলাচল। সিকিম ও মিরিকের সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূটান ও পাহাড়ে ভারী বৃষ্টির কারণে ফুঁসছে তিস্তা, তোর্সার মত নদীগুলি।

35
উদ্ধারকাজ শুরু

বিপর্যস্ত উত্তরবঙ্গ। শুরু হয়েছে উদ্ধারকাজ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি দল উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার করেছে কয়েকটি মৃতদের। আহতদেরও উদ্ধার করা হয়েছে। অনেককেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্রোতে ভেসে গিয়েছে সেতু, কালভার্ট। ভেঙে পড়েছে একাধিক ঘরবাড়ি।

45
ভাসছে ডুয়ার্স

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শুরু পাহাড় নয়। তরাই আর ডুয়ার্সও তিস্তা-তোর্সার জলে ভাসছে। সব থেকে খারাপ অবস্থা জলপাইগুড়ি। কোচবিহারেও ভানভাসি। জলপাইগুড়ির নাগেরকাটা, গয়েরকাটা এলাকায় ফুঁসছে তিস্তা আর তোর্সা। বানভাসি বিস্তীর্ণ এলাকা। জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে নদীর জল। ভাসিয়ে নিয়ে গেছে চাষের জমি, ঘরবাড়ি। অনেকেই সব হারিয়ে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে।

55
বিপর্যস্ত বন্যপ্রাণী

পাহাড় আর ডুয়ার্সে বৃষ্টির কারণে বিপর্যস্ত বন্যপ্রাণী। জঙ্গল আর পাহাড় ছেড়ে লোকালয়ে পৌঁছে গেছে হাতির দল। নদীতে ভেসে এসেছে গণ্ডার। বাকি বন্যপ্রাণীদের অবস্থা শোচনীয়।

Read more Photos on
click me!

Recommended Stories