উৎসবের মরশুমে বিপুল পরিমাণ মদ বিক্রি করে লক্ষ্মীর ভাণ্ডার ভরল রাজ্য সরকারের। গত পাঁচ দিনের দুর্গাপুজোয় রেকর্ড পরিমাণ মদ বিক্রি করল রাজ্যের এই জেলা। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রথম চারদিনে রেকর্ড মদ বিক্রি করেছে পূর্ব মেদিনীপুর জেলা।
25
মদ বিক্রিতে রেকর্ড
রাজ্য আবগারি দফতর সূত্রে খবর, ষষ্ঠী থেকে নবমী পুজোর চারদিনে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা প্রায় ৩৩ কোটি টাকার মদ বিক্রি করেছে। মনে করা হচ্ছে একে সৈকত নগরী পূর্ব মেদিনীপুর। তার উপর শহরে পুজোর ভিড় থেকে অনেকেই চার পাঁচ দিনের ছুটিতে সমুদ্র দর্শনে বেড়িয়ে পড়েন। একদিকে পুজো অন্যদিকে দীঘা-মন্দারমণিতে পর্যটকদের প্রচুর ভিড়ের কারণে এবছর এত পরিমাণ মদ বিক্রি হয়েছে বলে মনে করা হচ্ছে।
35
দেশি মদে রেকর্ড পূর্ব মেদিনীপুর
পরিসংখ্যান বলছে- বাঙালির শ্রেষ্ঠ উৎসবের কয়দিন এমএল বিক্রি হয়েছে ৩২০৫০৯.৭২ লিটার। এফএল বিক্রি হয়েছে-২০২৬৫৫.৮৫ লিটার। বিয়ার বিক্রি হয়েছে-২৮৪২০৫.৩৯ লিটার। যা সারা রাজ্যের মধ্যে এই জেলায় মদ বিক্রিতে রেকর্ড বলে জানা গিয়েছে।
যদিও উৎসবের মরশুমে মদ বিক্রিতে বিদেশি মদকে টেক্কা দিলো আইএমএল মদ। চারদিনে মোট মদ বিক্রি করে পূর্ব মেদিনীপুর জেলা থেকে উপার্জন হয়েছে সরকারের ৩৩৮৬৯৭১৯৭. ০২ টাকা। এছাড়াও এই বছর বিজয়া দশমী ও গান্ধী জয়ন্তী একই দিনে পড়ায় ওই দিন ড্রাই ডে থাকায় মদ বিক্রিতে কিছুটা ভাটা পড়েছিল।
55
মদ বিক্রিতে এগিয়ে পূর্ব মেদিনীপুর
তবে এইবার প্রথম নয়। বিগত কয়েক বছর ধরেই পুজোর সময়ে মদ বিক্রিতে রেকর্ড করেছে পূর্ব মেদিনীপুর জেলা। তার কারণ হিসেবে অবশ্যই সৈকত শহর- দীঘা, মন্দারমণি, তাজপুর, উদয়পুর, তালসারি অন্যতম। সারা বছরই এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে। আর পুজোর সময় যে বাড়তি ভিড় হবে সেকথা বলাই বাহুল্য়।