উৎসবের মরশুমে মদ বিক্রিতে রেকর্ড গড়ল রাজ্যের এই জেলা, ৩৩ কোটি টাকারও বেশি আয় সরকারের

Published : Oct 05, 2025, 10:30 AM IST

WB Liquor Sell News: উৎসবের মরশুম মানেই হৈ হুল্লোড় দেদার খাওয়া দাওয়া আর সঙ্গে একটু আধটু সুরাপ্রেমিদের সুরা পান। তাই বলে উৎসবের মরশুমে মদ বিক্রি করে লক্ষ্মীলাভ রাজ্যের। কত টাকা ঘরে তুলল সরকার? জানুন বিশদে…

PREV
15
মদে লক্ষ্মী লাভ রাজ্যের

উৎসবের মরশুমে বিপুল পরিমাণ মদ বিক্রি করে লক্ষ্মীর ভাণ্ডার ভরল রাজ্য সরকারের। গত পাঁচ দিনের দুর্গাপুজোয় রেকর্ড পরিমাণ মদ বিক্রি করল রাজ্যের এই জেলা। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রথম চারদিনে  রেকর্ড মদ বিক্রি করেছে পূর্ব মেদিনীপুর জেলা। 

25
মদ বিক্রিতে রেকর্ড

রাজ্য আবগারি দফতর সূত্রে খবর, ষষ্ঠী থেকে নবমী পুজোর চারদিনে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা প্রায় ৩৩ কোটি টাকার মদ বিক্রি করেছে। মনে করা হচ্ছে একে সৈকত নগরী পূর্ব মেদিনীপুর। তার উপর শহরে পুজোর ভিড় থেকে অনেকেই চার পাঁচ দিনের ছুটিতে সমুদ্র দর্শনে বেড়িয়ে পড়েন। একদিকে পুজো অন্যদিকে দীঘা-মন্দারমণিতে পর্যটকদের প্রচুর ভিড়ের কারণে এবছর এত পরিমাণ মদ বিক্রি হয়েছে বলে মনে করা হচ্ছে। 

35
দেশি মদে রেকর্ড পূর্ব মেদিনীপুর

পরিসংখ্যান বলছে- বাঙালির শ্রেষ্ঠ উৎসবের কয়দিন এমএল বিক্রি হয়েছে ৩২০৫০৯.৭২ লিটার। এফএল বিক্রি হয়েছে-২০২৬৫৫.৮৫ লিটার। বিয়ার বিক্রি হয়েছে-২৮৪২০৫.৩৯ লিটার। যা সারা রাজ্যের মধ্যে এই জেলায় মদ বিক্রিতে রেকর্ড বলে জানা গিয়েছে। 

45
মদ বিক্রিতে উপার্জন সরকারের

যদিও উৎসবের মরশুমে মদ বিক্রিতে বিদেশি মদকে টেক্কা দিলো আইএমএল মদ। চারদিনে মোট মদ বিক্রি করে পূর্ব মেদিনীপুর জেলা থেকে উপার্জন হয়েছে সরকারের ৩৩৮৬৯৭১৯৭. ০২ টাকা। এছাড়াও এই বছর বিজয়া দশমী ও গান্ধী জয়ন্তী একই দিনে পড়ায় ওই দিন ড্রাই ডে থাকায় মদ বিক্রিতে কিছুটা ভাটা পড়েছিল। 

55
মদ বিক্রিতে এগিয়ে পূর্ব মেদিনীপুর

তবে এইবার প্রথম নয়। বিগত কয়েক বছর ধরেই পুজোর সময়ে মদ বিক্রিতে রেকর্ড করেছে পূর্ব মেদিনীপুর জেলা। তার কারণ হিসেবে অবশ্যই সৈকত শহর- দীঘা, মন্দারমণি, তাজপুর, উদয়পুর, তালসারি অন্যতম। সারা বছরই এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে। আর পুজোর সময় যে বাড়তি ভিড় হবে সেকথা বলাই বাহুল্য়। 

Read more Photos on
click me!

Recommended Stories