পুরুলিয়ায় মেগা প্রজেক্ট, তৈরি হবে ২.৮ মিলিয়ন টন ইন্টিগ্রেটেড স্টিল ও ৪০০ মেগাওয়াট ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট

Published : Oct 28, 2025, 09:21 AM IST
Rourkela steel plant

সংক্ষিপ্ত

রশ্মি গ্রুপ পুরুলিয়ায় একটি ২.৮ মিলিয়ন টন ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট এবং ৪০০ মেগাওয়াট ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট স্থাপন করতে চলেছে। রাজ্য সরকার এই আল্ট্রা মেগা প্রজেক্টের জন্য ৯৩৮ একর জমি বরাদ্দ করেছে। 

পুরুলিয়ায় ২.৮ মিলিয়ন টন ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট ও ৪০০ মেগাওয়াট ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট স্থাপন করবে রশ্মি গ্রুপ। সদ্য এমনই ঘোষণা সংস্থার পক্ষ থেকে। রাজ্য সরকার ইতিমধ্যে প্রকল্পটির জন্য ৯৩৮ একর জমি বরাদ্দ করেছে। এটিকে আল্ট্রা মেগা প্রজেক্ট মর্যাদা দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এই বিনিয়োগ রশ্মি গ্রুপের দীর্ঘমেয়াদি সম্প্রসারণ নীতি অংশ, যা সংস্থাটিকে আরও দ্রুততম বর্ধনশীল শিল্প গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম করে তুলেছে। লোহা ও ইস্পাত, সিমেন্ট, বিদ্যুৎ, ফেরো অ্যালয় এবং মাইনিং- বিভিন্ন ক্ষেত্রে রশ্মি গ্রুপ আজ পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ বিনিয়োগ।

এখনও পর্যন্ত সংস্থাটি ক্ষুদ্র উদ্যোগের সূচনা করলেও ২০,০০০ কোটিরও বেশি টাকা বিনিয়ো করেছে। ২০৩০ সালের মধ্যে আরও ১০ হাজার কোটি বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে। পশ্চিমবঙ্গকে একটি প্রধান ম্যানুফ্যাকচারিং এবং এক্সপোর্ট হাবে পরিণত করার লক্ষ্যে এই বিনিয়োগগুলো করা হচ্ছে। সংস্থার মোট টার্নওভার ৪১,৩৯৩ কোটি। নিট সম্পদ ২৬,৭৯১ কোটি টাকা।

শিল্প বিকাশের পাশাপাশি কর্মীদের দিকেও বিশেষ গুরুত্ব দিয়েছে এই সংস্থা। কর্মীদের বাসস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পরিবহন সুবিধা প্রদানের পাশাপাশি দক্ষতার উন্নয়ন কর্মসূচির মাধ্যমে গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টিতে সাহায্য করেছে।

রশ্মি গ্রুপের জয়েন্ট প্রেসিডেন্ট এল. বি. চৌরাসিয়া বলেন, ‘রশ্মি গ্রুপের অগ্রগতি পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্ভূক্তিমূলক ও শিল্প নির্ভর উন্নয়নের দর্শনের সঙ্গে গভীরভাবে যুক্ত। আমাদের প্রতিটি বিনিয়োগ, প্রতিটি কর্মসংস্থান ও প্রতিটি উদ্ভাবন এই রাজ্যের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন।’

এদিকে ভবিষ্যতে সংস্থাটি ডাকটাইল আয়রন পাইপ, ইস্পাত ও ফেরো অ্যালয় উৎপাদন বাড়ানোর পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়া, জিসিসি দেশসমূহ ও আফ্রিকায় তাদের উপস্থিতি আরও শক্তিশালী করার লক্ষ্যে এগিয়ে চলেছে।

তবে এবার এই সংস্থার লক্ষ পুরুলিয়া। পুরুলিয়ায় তৈরি হতে চলেছে ২.৮ মিলিয়ন টন ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট ও ৪০০ মেগাওয়াট ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট। যা নির্মান কাজ শুরু হবে শীঘ্রই। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: RBI MPC Meeting - এখন বাড়ি গাড়ি কেনা আরও হবে সহজ আরবিআই কমিয়েছে রেপো রেট বেসিস পয়েন্ট
রাজ্যজুড়ে আরও বাড়বে শীতের আমেজ, উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া? রইল আবহাওয়ার বিরাট আপডেট