সেপ্টেম্বর থেকে কি রেশন তুলতে লাগবে বিশেষ ডকুমেন্ট! রয়েছে তো আপনার কাছে?

Published : Aug 26, 2025, 02:01 PM IST

রেশন ঘরে তোলার জন্য আর রেশন কার্ড এবার থেকে যথেষ্ট নয়। এজন্য লাগবে আরেকটি বিশেষ নথি। সেটি না থাকলে আর রেশন পাওয়া যাবে না। এই মর্মে নোটিশ জারি করেছে রাজ্যের খাদ্য সুরক্ষা দফতর। কী সেই নথি! জেনে নিন

PREV
17

জাতীয় খাদ্য নিরাপত্তা নিয়মে রেশন আপনার প্রাপ্য। কার্ড থাকলে রেশন পাবেন। রেশন প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ সরকারি সুবিধে পাচ্ছেন। এবার এই রেশন নিয়েই মিলল বড় খবর।

27

রেশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের প্রান্তিক এলাকার দরিদ্র মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়। জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের মাধ্যমে রেশন প্রকল্পটি চলে। সাধারণত সরকারি ডিপো থেকে রেশন কার্ড যাদের রয়েছে তাদের রেশন দেওয়া হয়।

37

খাদ্য দপ্তরের বিজ্ঞপ্তি

সম্প্রতি খাদ্য দপ্তরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকী একটি বিজ্ঞপ্তিতে বলেছে, আধার কার্ড না থাকলে কিংবা বায়োমেট্রিক যাচাই করা না থাকলেও রেশন থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। ৩১ আগস্টের মধ্যে প্রতিটি জেলাশাসকের রিপোর্ট পাঠাতে হবে।

47

এমনকি সেই রিপোর্টে উল্লেখ করতে হবে যে, আধার কার্ডের কারণে কতজন গ্রাহক বঞ্চিত হচ্ছে, তাদের জন্য ঠিক কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কোন অভিযোগ এখনো পর্যন্ত সমাধান হয়নি। যদি প্রমাণিত হয় যে, কোনো রেশন ডিলার বা খাদ্য দপ্তরের কর্মীর কারণে গ্রাহক রেশন থেকে বঞ্চিত হচ্ছে, তাহলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

57

এখনো পর্যন্ত কতজন মানুষ বঞ্চিত?

খাদ্য দপ্তরের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, রাজ্যে বর্তমানে জাতীয় ও রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় প্রায় ৮ কোটি ৯০ লক্ষ গ্রাহক রয়েছে। এর মধ্যে ৮৯% গ্রাহকের ই-কেওয়াইসি হয়ে গেলেও এখনো পর্যন্ত কিছু পরিবার আধার কার্ডের অভাবে রেশন পাচ্ছে না। আর এই বঞ্চনা এড়ানোর জন্য খাদ্য দপ্তরের এরকম পদক্ষেপ।

67

এদিকে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেছেন, আধার কার্ড না থাকা কিংবা ই-কেওয়াইসি অসম্পূর্ণ থাকার কারণে বহু গ্রাহক রেশন থেকে বঞ্চিত হচ্ছে। অনেক ক্ষেত্রে আঞ্চলিক অফিস থেকেই কার্ড ব্লক করে দেওয়া হচ্ছে। আর এতে বেশিরভাগ গরিব মানুষরাই বিপাকে পড়ছে।

77

তবে খাদ্য দপ্তরে নির্দেশিকা অনুযায়ী, রেশন ডিলার কিংবা স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসন আধিকারিকরা এবার একসঙ্গে কাজ করে এই সমস্যার সমাধান করবে। আর আধার কার্ড না থাকলে কোনো বৈধ রেশন কার্ডধারী রেশন থেকে বঞ্চিত হবে না বলেই জানানো হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories