আবার মিলবে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতার সুবিধা! জেনে নিন এলাকায় আবার কবে, কোথায় বসছে দুয়ারে সরকার প্রকল্প?

Published : Jul 06, 2024, 02:44 PM ISTUpdated : Jul 18, 2024, 09:25 AM IST
duare sarkar camp 2024

সংক্ষিপ্ত

বছরের নির্দিষ্ট সময়ের জন্য প্রতিটি এলাকায় দুয়ারে সরকারের ক্যাম্প বসানো হয় জনসাধারণের জন্য। এই বছর কবে বসবে এই দুয়ারে সরকার ক্যাম্প।

রাজ্যবাসীর সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায় পাড়ায় পাড়ায় ক্যাম্পের চালু করেন। এই ফলে যারা সরকারি অফিসগুলিতে পৌঁছে নিজেদের প্রয়োজনীয় কাজ করাতে পারেন না বা সময় হয় না। সেই সকল কাজ যাতে এলাকায় থেকেই করিয়ে জনসাধারণকে পরিষেবা দেওয়া যায়, সেই কারণেই বছরের নির্দিষ্ট সময়ের জন্য প্রতিটি এলাকায় দুয়ারে সরকারের ক্যাম্প বসানো হয় জনসাধারণের জন্য।

এই ক্যাম্প থেকে আপনি লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতা অথবা স্বাস্থ্যসাথী এই সব রকম পরিষেবা সরকারি নথি জমা দিয়ে করে নেওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে এই বছর কবে বসবে এই দুয়ারে সরকার ক্যাম্প। চলতি মাসের মাঝামাঝি অথবা শেষের দিকেই বসবে লক্ষ্মীর ভাণ্ডার ক্যাম্প। আপনি যদি কোনও সরকারি সুবিধা নিতে চান তবে অবশ্যই এই ক্যাম্পগুলিতে গিয় প্রয়োজনীয় কাজ সারতে পারেন।

এই ক্যাম্প থেকে আপনি প্রয়োজনীয় লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, ঐক্যশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, কৃষকবন্ধু, তপশিলি বন্ধু, জয় জোহার, প্রতিবন্ধী সার্টিফিকেট স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড ইত্যাদি নানান সুবিধা পেতে পারেন।

PREV
click me!

Recommended Stories

'২৬-এর নির্বাচনে বিজেপি গো-হারা হারবে' মন্তব্য অভিষেকের, পাল্টা দিলেন শুভেন্দু
'২৬-এর নির্বাচনে বিজেপি গো-হারা হারবে' মন্তব্য অভিষেকের, পাল্টা দিলেন শুভেন্দু | Suvendu on Abhishek