বঙ্গে ফের জারি লাল সতর্কতা! ১৭ জুলাই পর্যন্ত ছাপিয়ে বৃষ্টি, সতর্ক থাকার পরামর্শ দিল হাওয়া অফিস
দক্ষিণবঙ্গ জুড়ে যান কোথাও দেখা নেই বর্ষার। বুধবার থেকেই যেন চড়া রোধে ফের অস্তিতে পড়েছে মানুষ। তবে এবার ফের স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
ভারী বৃষ্টিপাত দেখা দিতে পারে রাজ্যের ৫ জেলায়। এমনই সতর্কতা জারি করল হাওয়া অফিস।
১০ থেকে ১৬ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তুমুল বৃষ্টিপাত হতে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সব জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা দিতে পারে।
তবে কোনও বঙ্গেই তাপমাত্রা কমার বিশেষ কোনও খবর নেই। তাই এখনই অস্বস্তি কাটছে না।