মাসে মাসে অ্যাকাউন্টে ঢুকবে ৫ হাজার টাকা করে, শুরু হল মমতা সরকারের নয়া প্রকল্পের নথিভুক্তকরণ

Published : Aug 21, 2025, 08:33 AM IST

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন 'শ্রমশ্রী প্রকল্প'-র ঘোষণা। এই প্রকল্পের আওতায় পরিযায়ী শ্রমিকদের আর্থিক সাহায্য, প্রশিক্ষণ, এবং কর্মসংস্থানের সুযোগ প্রদান করা হবে।

PREV
15

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছেন। উদ্বোধন করেছেন বহু প্রকল্প। যার দ্বারা প্রতিদিনই উপকৃত হচ্ছেন রাজ্যবাসী। কেউ পাচ্ছেন আর্থিক সাহায্য তো কেউ পাচ্ছেন অন্য কোনও সুবিধা। এবার সদ্য চালু হওয়া নয়া প্রকল্পের নথিভু্ক্তকরণ শুরু হল।

25

সদ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন নতুন ‘শ্রমশ্রী প্রকল্প’-র কথা। যার মাধ্যমে একাধিক সুবিধা দেওয়া হবে। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে শুরু করে শ্রম দফতর পর্যন্ত তৈরি করছে এই প্রকল্পের রূপরেখা।

35

দেশের বিভিন্ন রাজ্য থেকে বাংলায় ফেরা শ্রমিকদের নাম নথিবন্ধ করার কাজ চলছে। কাজ চলছে আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে। এই কাজ করছে শ্রম দফতর ও পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ যৌথভাবে এই প্রকল্পের খসড়া তৈরি করছে। সে কারণে সমস্ত জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে শ্রমিক পরিবারের বিস্তারিত তথ্য শ্রম দপ্তরে পাঠানোর জন্য।

45

এরই সঙ্গে স্বাস্থ্য সাথী, খাদ্যসাথী-সহ অন্যান্য প্রকল্পের সুবিধাও যাতে তারা পান সে দিকে খেয়াল রাখা হচ্ছে। যাদের স্থায়ী বাড়ি নেই তাদের কমিউনিটি সেন্টারে থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এরই সঙ্গে তফসিলি জাতি-উপজাতি উন্নয়ন নিগম, সংখ্যালঘু উন্নয়ন নিগম ও ওবিসি উন্নয়ন নিগমের সাহায্যে ঋণের ব্যবস্থা হবে যাতে তাঁরা নতুন কর্মসংস্থানের সুযোগ পায়।

55

এরই সঙ্গে এই সকল পরিযায়ী শ্রমিকদের এক বছর ধরে প্রতি মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় দেওয়া হবে প্রশিক্ষণ। সঙ্গে কর্মশ্রী প্রকল্পের দ্বারা ১০০ দিনের কাজের জব কার্ড দেওয়া হবে।

Read more Photos on
click me!

Recommended Stories