এক ধাক্কায় বেশ অনেকটা বাড়বে বেতন। এবার রাজ্য সরকারি কর্মচারিদের জন্য দারুণ সুখবর। এবার ১০ শতাংশ ডিএ ঘোষণা করবে মমতা বন্দ্যোপাধ্যায়।
211
জানা গিয়েছে সরকারি কর্মীদের আন্দোলনের জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার একধাক্কায় ১০ শতাংশ ডিএ বাড়ানো হবে।
311
শুধু DA বাড়ানোই নয়, কেন্দ্রের আগে অবসরের বয়স ২ বছর বাড়িয়ে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই দুর্দান্ত ঘোষণা করতে চলেছে নবান্ন।
411
অর্থাৎ এই রাজ্যের সরকারি কর্মীদের আর ৬০-এ নয়, বরং ৬২তে অবসর হবে বলে জানা গিয়েছে। বিধানসভা নির্বাচনের আগে আসতে পারে একের পর এক সুখবর। সমস্ত আন্দোলন থেমে যেতে পারে সরকারি কর্মীদের।
511
DA-র পাশাপাশি এমনই দুর্দান্ত ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা গিয়েছে। পরের পর চমক হাজির হচ্ছ বাংলার সরকারি কর্মীদের জন্য।
611
এমনিতেই ৬০ বছরে অবসর হয় সরকারি কর্মীদের। এবার সেই বয়স বেড়ে গেল আরও ২বছর। ফাটাফাটি খবর দিতে চলেছে নবান্ন। বহুদিন ধরেই ডিএ নিয়ে আন্দোলন চালাচ্ছিলেন সরকারি কর্মীরা এবার দারুণ চমক পেলেন তাঁরা।
711
এবার থেকে ৬২ বছরে অবসর নেবেন রাজ্যের সরকারি কর্মীরা। খুব তাড়াতাড়ি এমন ঘোষণা করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
811
ইতিমধ্যেই হোমগার্ডদের ভাতা বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বেশ অনেকটা টাকা বেড়ে গিয়েছে তাদের বেতন।
911
লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও আসছে একের পর এক ঘোষণা। সরকারি কর্মীদের জন্যেও এল দারুণ খবর।খুব
1011
খুব তাড়াতাড়ি বকেয়া ডিএ মিলতে পারে সরকারি কর্মীদের। ধাপে ধাপে দেওয়া হবে সেই টাকা।