ডিএ মামলায় সুপ্রিম কোর্টে শুনানি চলছে। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন, ২৬ জানুয়ারি থেকে ডিএ মামলার নিয়ে গণমেল কর্মসূচি শুরু হবে।
DA মামলায় বড় পদক্ষেপ। বড় বার্তা দিলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী।
210
কিংকর অধিকারী বলেন, ভারতের সংবিধান এবং মৌলিক অধিকার প্রতিষ্টান স্মরণীয় দিন হিসেবে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন থেকে ডিএ মামলার নিয়ে গণমেল কর্মসূতি শুরু হবে।
310
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে যে ডিএ মামলার শুনানি চলছে তা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিও মামলা।
410
ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৪ শতাংশ হাতে ডিএ পাচ্ছে কর্মীরা। কেন্দ্রের সঙ্গে ব্যবধান ৩৯ শতাংশ।
510
২০২২ সালে ২০ মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালত কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত।
610
তারপর রাজ্য সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করে সুপ্রিম কোর্টে। বর্তমানে চলছে সেই মামলা।
710
২০২৫ সালের ৭ জানুয়ারি শুনানি ছিল। সেদিন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, আইনজীবীদের কথা শোনার সময় আদালত সিদ্ধান্ত নিয়েছে যে আর্জি মতো ২০২৫ সালের ২৫ মার্চ মামলাটি নথিভুক্ত করা হয়েছে।
810
এই নিয়ে মোট ১৪ বার মামলার শুনানি পিছিয়েছে। এই আবহে হাঁপিয়ে গিয়েছে আন্দোলনকারীরা।
910
এই ইস্যুত এবার বিশেষ বার্তা দিল শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী।
1010
তিনি জানান এবার গণমেল শুরু করবে কর্মীরা। এখন দেখার তারপর সরকার নতুন কোনও সিদ্ধান্ত নেন কি না।