RG kar case: 'সরকারের ক্ষতি করে নিজেদের আখের গুছিয়ে ছিল', সন্দীপদের নিয়ে বড় দাবি CBI-এর

Published : Nov 05, 2024, 09:37 PM IST

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় আদালতে বড় দাবি করল সিবিআই। মঙ্গলবার শুনানি ছিল আলিপুরের বিশেষ আদালতে। 

PREV
110
আরজি কর আর্থিক দুর্নীতি মামলা

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই বিশেষ আদালতে বড় দাবি করল সিবিআই।

210
ঘনিষ্ট আঁতাঁত

আলিপুর আদালতে সিবিআই দাবি করেছে আরজি কর আর্থিক দুর্নীতিকাণ্ডে এখনও পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে তারা নিজেদের মধ্যে ঘনিষ্ট আঁতাঁত তৈরি করেছিল।

310
সরকারের ক্ষতি

সিবিআই আরও বলেছেন, নিজেদের মধ্যে আঁতাঁত তৈরি করে নিজেরা লাভবান হয়েছিল। আর সরকারের ক্ষতি করেছিল।

410
আর্থিক দুর্নীতি কাণ্ডে গ্রেফতার

আরজি কর আর্থিক দুর্নীতিকাণ্ডে এখনও পর্যন্ত হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে সিবিআই।

510
সিবিআইএর দাবি

আরজি করের আর্থিক দুর্নীতি মামলার শুনানিতে সিবিআই দাবি করেছে, সন্দীপ, বিপ্লব সিংহ, সুমন হাজরা, আফসার আলি খান, আশিসকুমার পাণ্ডে হাসপাতাল থেকে আখের গুছিয়ে নিতে নিজেদের মধ্যে ‘ঘনিষ্ঠ আঁতাঁত’ গড়ে তুলেছিলেন।

610
জেল হেফাজতের দাবি

আদালতে সিবিআই দাবি করেছে, ধৃতদের জেল হেফাজত আরও ১৪ দিন বৃদ্ধি করা হোক।

710
আরজি করের দুর্নীতি

আরজি করের আর্থিক দুর্নীতির কথা প্রথম প্রকাশ্য়ে আনে প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। তাঁর অভিযোগপত্রে ১৫টি অনিয়মের কথা উল্লেখ করা হয়েছিল।

810
প্রচুর টাকা নয়ছয়

আরজি করের আর্থিক তছরুপ মামলায় প্রচুর টাকা নয়ছয় হয়েছে বলেও দাবি করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার।

910
অনুমতি ছাড়া সম্পত্তি দেওয়া

সরকারের সম্পত্তি স্বাস্থ্য ভবন এবং কলেজ কাউন্সিলের অনুমতি ছাড়াই বিভিন্ন ব্যক্তি বা সংগঠনকে দেওয়া হয়েছে

1010
সুপ্রিম কোর্টে কাল শুনানি

অন্যদিকে আরজি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টে হবে আগামিকাল। শুনানি হবে প্রথমেই। জনিয়েছে শীর্ষ আদালত।

click me!

Recommended Stories