আরজি করের মত ঘটনা রুখতে বড় পদক্ষেপ রাজ্যের, দেখুন কী বলল নবান্নের নির্দেশিকা

পশ্চিমবঙ্গের হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। আরজি কর মেডিকেল কলেজের ঘটনার পর, সরকারি হাসপাতালগুলিতে অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Saborni Mitra | Published : Aug 20, 2024 1:59 PM IST

110
আরজি করের জের

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন আর ধর্ষণের পর রাজ্যের সব চিকিৎসকরাই নিরাপত্তার দাবিতে সরব হয়েছে। এই অবস্থা বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

210
হাসপাতালের নিরাপত্তা

এই অবস্থায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ঢেলে সাজান হচ্ছে। তেমনই খবর সূত্রের। শক্তপোক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। তৈরি হচ্ছে নতুন পদ।

310
কোন কোন হাসপাতাল অন্তর্ভুক্ত

বাংলার সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল এবং সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এই নিরাপত্তার ঘেরাটোপে পড়বে।

410
নির্দেশিকা জারি

রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে মঙ্গলবার একটি নির্দেশিকা জারি করে রাজ্য পুলিশের আইন শৃঙ্খলার ডিজি মনোজ বর্মা।

510
নিরাপত্তা ব্যবস্থা

অবসরপ্রাপ্ত পুলিশ, সেনা অফিসার, নৌবাহিনী, বায়ুসেনার অফিসার মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের জন্য তৈরি হবে নতুন পদ।

610
সুপ্রিম কোর্টের প্রস্তাব

আরজি কর মেডিক্যাল কলেজের এক চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের মামলার শুনানিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তদের নিরাপত্তায় টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে।

710
রাজ্যের নির্দেশিকায় নির্দেশ

নোটিসে পুলিশ সুপার এবং কমিশনারদের আবেদন করা হয়েছে, গত ২ বছরের মধ্যে অবসর নেওয়া পুলিশ ইনস্পেক্টর থেকে এসপি, যাঁরা এখনও শারীরিক ভাবে কর্মক্ষম এবং হাসপাতালগুলির নিরাপত্তার তদারকি করতে ইচ্ছুক, তাঁদের সম্পর্কে যেন তথ্য জোগাড় করা হয়।

810
সেনার তালিকা

অবসর নেওয়া সেনা অফিসার, নৌবাহিনীর অফিসার বা বায়ুসেনার অফিসারদেরও একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে।

910
আবেদনের শেষ তারিখ

ইচ্ছুক সেই অবসরপ্রাপ্ত অফিসার বা কর্মীদের আগামী ২৪ অগস্টের মধ্যে আবেদন করতে হবে। যাঁরা ‘সিকিউরিটি অফিসার’ কিংবা নিরাপত্তার তদারকির জন্য কাজে যোগ দেবেন, তাঁদের পারিশ্রমিকের বিষয়টি আলোচনাসাপেক্ষ বলে জানা গিয়েছে।

1010
পুলিশ সুপারদের নির্দেশ

পুলিশ সুপারদের বলা হয়েছে, তাঁদের এলাকার প্রাক্তন সেনা ও পুলিশ কর্মীর নাম, ঠিকানা, জন্মতারিখ, ফোন নম্বর, কোন পদে ছিলেন, কবে অবসর নিয়েছেন সেই সব তথ্য সংগ্রহ করে নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠাতে হবে। পুরো কাজটি করতে হবে ২৪ তারিখের বেলা ১১টার মধ্যে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos