বঙ্গে ঘোর নিম্নচাপ! দফায় দফায় হবে বৃষ্টিপাত, আসছে ৫০ থেকে ৬০ কমি বেগে ঝড়, উত্তাল হবে সমুদ্র

Published : Aug 20, 2024, 01:18 PM ISTUpdated : Aug 20, 2024, 01:19 PM IST

বঙ্গে ঘোর নিম্নচাপ! দফায় দফায় হবে বৃষ্টিপাত,  ধেয়ে আসছে ৫০ থেকে ৬০ কমি বেগে ঝড়, উত্তাল হবে সমুদ্র

PREV
17
বঙ্গে ঘোর নিম্নচাপ! উত্তাল হবে সমূদ্র

রাজ্য জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস। ভয়ঙ্কর বর্ষায় ভিজতে পারে বঙ্গ। 

27
বঙ্গে ঘোর নিম্নচাপ! উত্তাল হবে সমূদ্র

শুধু দক্ষিণের জেলাগুলি নয়, উত্তরের ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এখনই কমছে না বৃষ্টিপাতের প্রকোপ।

37
বঙ্গে ঘোর নিম্নচাপ! উত্তাল হবে সমূদ্র

দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।

47
বঙ্গে ঘোর নিম্নচাপ! উত্তাল হবে সমূদ্র

দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপ সরে গিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করেছ নিম্নচাপ। এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে আগামী ২৪ ঘণ্টায়।

57
বঙ্গে ঘোর নিম্নচাপ! উত্তাল হবে সমূদ্র

এই নিম্নচাপ আগামী দু-তিন দিনে ঝাড়খণ্ডে যাবে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্দে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।

67
বঙ্গে ঘোর নিম্নচাপ! উত্তাল হবে সমূদ্র

শুধু বঙ্গে নয়, ঝাড়খণ্ড এবং বিহারেও অতিবৃষ্টি হবে বলে জানা গিয়েছে। বেশ কিছু নিচু জায়গাতেও বন্যা হবে বলে জানা গিয়েছে দক্ষিণবঙ্গে।

77
বঙ্গে ঘোর নিম্নচাপ! উত্তাল হবে সমূদ্র

এ ছাড়া ৫৫ থেকে ৬০ কিমি বেগে বইকে দমকা ঝোড়ো হাওয়া। মৎসজীবীদেরও সতর্ক করল আবহাওয়া দফতর।

click me!

Recommended Stories