আরজি করের নির্যাতিতার পরিবারের দাবি নির্যাতিতার মৃত্যুর পরেও তাঁর মোবাইল নম্বর ব্য়বহার করা হয়েছে। একটি হোয়াটঅ্যাপ গ্রুপের কার্যকলাপ থেকে এমনই তথ্য পরিবারের কাছে এসেছে। দাবি করেছে পরিবার।
512
আইনজীবীর দাবি
নির্যাতিতার পরিবারের আইনজীবীর দাবি আরজি কর কাণ্ডের পরে নির্যাতিতার মোবাইল ফোন পুলিশ বাজেয়াপ্ত করেছিল। পরে তদন্তভার নেয় সিবিআই। বর্তমনে সিবিআই-এর হেফাজতে রয়েছে মোবাইল।
612
পরিবারের প্রশ্ন
নির্যাতিতার পরিবারের প্রশ্ন প্রথমে পুলিশ তারপরই সিবিআই-এর হেফাজতে রয়েছে সেই মোবাইল ফোন। কিন্তু কী করে সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে তা অ্যাক্সেস করা হয়েছে- প্রশ্ন পরিবারের।
712
সিবিআইকে জানাতে নির্দেশ
শিয়ালদহ আদালতের বিচারক নির্যাতিতার পরিবারকে জানিয়েছেন, সিবিআইকে গোটা বিষয়টি জানান হোক। সিবিআই- এই ঘটনার তদন্ত করছে।
812
নির্যাতিতার পরিবারের অভিযোগ
সূত্রের খবর, আরজি করের ঘটনা কী ভাবে ঘটল এবং তার আগে ও পরে কী হয়েছিল, তা প্রশ্নোত্তরের মাধ্যমে ওই গোটা বিষয়টি জানিয়েছে নির্যাতিতার পরিবার।
912
পরিবারের বক্তব্য
পরিবারের সদস্যরা আরও বলেছেন, বিভিন্ন জায়গা থেকে আরজি করের ঘটনার যে সব তথ্য তারা পেয়েছিলেন সেই তথ্যই তারা লিখিত আকারে জমা দিয়েছে।
1012
সিবিআই-এর প্রশ্ন
আরজি করের নির্যাতিতার পরিবারের এই লিখিতি তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে সিবিআই। তারা তদন্তের ঘন ঘন স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার বিষয় নিয়েও প্রশ্ন তুলেছে।
1112
আদালতের নির্দেশ
যদিও আদালত আবারও আরজি কর তদণ্ডের স্টেটাস রিপোর্ট আবারও ১০ জুন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআইকে।
1212
এখনও পর্যন্ত দোষী এক
আরজি কর হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত দোষী সাব্যস্ত করা হয়েছে ১ জনকে।