মহা মিছিল থেকে পেন ডাউন, আরজি কর কাণ্ডের প্রতিবাদে রবি-সোম জুড়ে নয়া কর্মসূচির ঘোষণা

Published : Sep 15, 2024, 01:57 PM ISTUpdated : Sep 15, 2024, 01:58 PM IST
rg kar protest  no request for live streaming in  letter Mamata  Banerjee told junior doctors at Kalighat

সংক্ষিপ্ত

সোমবার দেশজুড়ে দুপুর ১২টা নাগাদ ১০ মিনিটের জন্য পেন ডাউন পালন করা হবে। আউটডোরের বাইরে আধঘন্টার জন্য তৈরি করবেন মানবশৃঙ্খল।

রবিবার অর্থাৎ আজ মহা মিছিল। সোমবার হব পেন ডাউন। এমনই কর্মসূচির কথা জানান হল জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে তিলোত্তমা মামলার শুনানি। তার আগের দুদিন ধরে কর্মসূচির কথা জানান হল জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে।

আর জি কর কাণ্ডে ৩৫ দিন পার। তারপরও সেভাবে মামলার সুরাহা হয়নি। ৩৪ দিনের মাথায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই। এদিকে আজ পাঁচ দিন ধরে চলছে ধর্না কর্মসূচি।

রবিবার বিকেল চারটে থেকে শুরু হবে মহা মিছিল। আজ সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত হবে মিছিল। এই মিছিলের ডাক দিয়েছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্টবেঙ্গল। সেখানে চিকিৎসক ছাড়াও স্বাস্থ্যকর্মীদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তেমনই সোমবার দেশজুড়ে দুপুর ১২টা নাগাদ ১০ মিনিটের জন্য পেন ডাউন পালন করা হবে। আউটডোরের বাইরে আধঘন্টার জন্য তৈরি করবেন মানবশৃঙ্খল। সবটাই হবে রোগীদের সামনে। মনে করা হচ্ছে, মঙ্গলবার সুপ্রিম শুনানির আগে চাপ বাড়াতেই এই কর্মসূচি নিচ্ছেন ডাক্তাররা।

এবারের কর্মসূচির এক বিশেষ ট্যাগ লাইন আছে। এবারের স্লোগান হল, ‘হোক না বৃষ্টি, হোক না ঝড়। বিচার চাইছে আরজি কর।’

এদিকে কাল হঠাৎ করে জুনিয়র ডাক্তারদের ধর্না মস্থে পৌঁছান মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, ‘মুখ্যমন্ত্রী নয়, দিদি হিসেবে এসেছি।’ এমনকী, ঝড়-জলের মধ্যে জুনিয়র ডাক্তাররা ধর্না দিচ্ছেন বলে তিনি চিন্তা প্রকাশ করেন। বলেন, জুনিয়র ডাক্তারদের চিন্তা রাতে ঘুমাতে পারেননি। এভাবে স্নেহের কথা বলে পরিস্থিতি সামাল দিতে চান মুখ্যমন্ত্রী।

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত বঙ্গে, সকালে কুয়াশার সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া
কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়